সকল শর্ত পূরণ করে আবেদনের পর ৭৬ টি রাজনৈতিক দলের মধ্যে ১ নম্বরে থাকার পরও অন্য রাজনৈতিক দলগুলোর মত নতুনধারা বাংলাদেশ এনডিবিকেও নিবন্ধন না দেয়ায় অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ বা স্বতন্ত্র নির্বাচনে অংশ না নেয়া প্রসঙ্গে বলেন, নির্বাচনের নামে মৃতু্যূর মহামিছিল তৈরি হচ্ছে। আর তাই এবার নির্বাচনকে শিক্ষা হিসেবে সামনে রেখে এগিয়ে যাচ্ছি আমরা। তিনি ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম হাওলাদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ডেইলি টাইম বাংলার সম্পাদক ডা. সুলতানা রিক্তা, গাজী একরামুল হক লিটন, যুগ্ম মহাসচিব আনোয়ার ভূঁইয়া, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ বক্তব্য রাখেন। সভায় মহাসচিব হাসিবুল হক পুনম, ভাইস চেয়ারম্যান মাহামুদ হাসান তাহের ও সিনিয়র যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধানের পারিবারিক বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের জন্য দোয়া করেন জাতীয় ধর্মধারার সহ-সভাপতি বাসাবো নূরীয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নজরুল ইসলাম।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.