জনতার আলো, সালাউদ্দীন মুন্না, নাজিরহাট প্রতিনিধি: ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ প্রথম দফায় বন্যার পর পর চিড়া-চিনি বিতরণ করে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে। দ্বিতীয় দফায় চাল বিতরণের সময় ৪নং ওয়ার্ডের ৫০ জন মানুষকে খালি হাতে ফিরতে দেখা যায়।
এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার হয়। ঝড় তুলে সোসাল মিডিয়াই।বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইনে সংবাদ পরিবেশন হয়। চিড়া-চিনি বিতরণের সময় ইউ.পি মেম্বার ইদরিস মিয়ার স্বেচ্ছাচারীতা।
ইউ.পি মহিলা সদস্য ও ইদরীস মিয়ার মাঝে সমন্বয়ের অভাবে এমনটা হয়েছে জানায় একাধিক সূত্র। ইউ.পি মহিলা সদস্য ইসমোতারা বেগম খুকির কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি মতামত জানাতে রাজি হননি।
ফরহাদাবাদে নষ্ট হয়ে যাওয়া বাড়িঘরে মেরামতে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন যাদের বাড়িঘর ক্ষতি হয়েছে তাদের টিন ও খুটি দেওয়া হবে। যা এখন ও শুরু হয়নি প্রক্রিয়াধীন চলছে।
হালদার পাড়ে স্রোতে বেশি ক্ষতিগ্রস্ত বাড়িঘর বসতভিটাসহ বিলীন হয়ে যাওয়া ছয়টি পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হবে। একান্ত আলাপচারিতায় এমনটা জানিয়েছেন ইউ.পি মহিলা সদস্য ইসমোতারা খুকি।
জনতার আলো/রবিবার, ০৮ জুলাই ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.