জনতার আলো, এম. আরিফুর সাদনান, বিশেষ প্রতিনিধি : রমজানে মৌসুমি ফলের মধ্যে আম এবং খেজুরের ব্যাপক চাহিদাকে কাজে লাগিয়ে তৎপর হয়ে উঠেছে কিছু অসাধু ফল ব্যবসায়ীরা। বাজারে আমের চাহিদা মেটাতে যে আমগুলো পাওয়া যাচ্ছে তা দেখতে পাকা হলেও আসলে পাকা নয় এমনকি ভেতরের আঁটিও অপরিপক্ব।
এসব আমে বিষাক্ত ইথোফেন হরমোন স্প্রে করা হয়েছে যা ফরমালিনের চেয়েও মারাত্মক ক্ষতিকর। রাজধানীর যাত্রাবাড়ী ফলের আড়ত থেকে এমন আম ও খেজুর ধ্বংস করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। যাত্রাবাড়ীর ফলের আড়তের মধ্যে আশা বাণিজ্যালয়ের লুৎফুর রহমান ও জাকির হোসেনকে এক বছর, মোস্তফা এন্টারপ্রাইজের মো. মোস্তফা ও সাতক্ষীরা বাণিজ্যালয়ের মো. ইয়াসিনকে ছয় মাস, এস আলম বাণিজ্যালয়ের মিঠুন সাহা ও বিসমিল্লাহ ট্রেডার্সের মো. শহিদুলকে দুই মাস করে, অমিউর ট্রেডার্সের রণজিৎ রাজবংশীর তিন মাস, মেহাদী হাসান ও রেজাউলকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানান।
যৌথভাবে অভিযান চালায় র্যাব-১০, বিএসটিআই ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় এক হাজার টন আমের পাশাপাশি ৪০ মণ খেজুরও ধ্বংস করা হয়।
জনতার আলো/শনিবার, ১৯ মে ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.