জনতার আলো, স্টাফ রিপোর্টার: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে নিয়ে নির্মিত হবে বায়োপিক। ছবিটি নির্মাণ করবেন ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানান।
তিনি বলেন, দুই বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছিল। সেখানে বঙ্গবন্ধুর ওপর যৌথভাবে চলচ্চিত্র এবং ডকুমেন্টারি তৈরির কথা ছিল। চলচ্চিত্রটি নির্মাণের জন্য ভারতের সঙ্গে করা সমঝোতা স্মারক অনুযায়ী, দেশটি শ্যাম বেনেগাল, গৌতম ঘোষ ও কৌশিক গাঙ্গুলীর নাম প্রস্তাব করলে বাংলাদেশ শ্যাম বেনেগালকে নির্বাচন করে।
তিনি আরো বলেন, এ চলচ্চিত্র নির্মাণে বাংলাদেশে পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ কমিটি থাকবে।
তারানা হালিম বলেন, এখন স্ক্রিপ্ট হবে, গবেষণা হবে। চলচ্চিত্রের নাম, চিত্রনাট্য বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা দেখবেন। এরপর চূড়ান্ত করা হবে। এছাড়া বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে অনুমতি নিতে হবে।
তারানা হালিম বলেন, একজন পিতা, রাজনীতিবিদ, স্বাধীনতার ঘোষক এবং রাষ্ট্রনায়ক হিসেবে বর্ণনা ফুটে উঠবে চলচ্চিত্রে। এ চলচ্চিত্রে কারা অভিনয় করবেন-তা বাংলাদেশ এবং ভারতের পরিচালকরা ঠিক করবেন। বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র হলে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব রকমের সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।
তিনি বলেন, চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশের প্রতিনিধিদল গত জুলাই মাসে ভারত সফর করেন।
জনতার আলো/সোমবার, ২৭ আগস্ট ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.