জনতার আলো, জেলা প্রতিনিধি, নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উদ্যোগে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া বাজারে আয়োজিত মানববন্ধনকালে মেয়র কেএম জাকির হোসেন, ওসি শাহরিয়ার খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন, ওয়ার্ড কাউন্সিলর মোহিত কুমার সরকার ও শরীফুন্নেসা শিরিন, অধ্যক্ষ আব্দুল আজিজ ও পৌর সচিব রেজাউল করিম বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা মাদক ও বাল্যবিবাহ মুক্ত পৌরসভা গঠণের লক্ষ্যে পৌরবাসীকে অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান। মানববন্ধনে পৌরসভার সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
জনতার আলো/মঙ্গলবার, ১০ এপ্রিল ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.