জনতার আলো, ইসলাম ডেস্ক : বিশ্ব ইজতেমার বরিশাল জেলা পর্ব আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড সরদারপাড়া এলাকায় ফজরের নামাজের পর থেকে শুরু হবে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা।
ইজতেমা শেষ হবে আগামী শনিবার বেলা ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে। ইজতেমায় লক্ষাধিক মুসল্লির সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে হাজার হাজার মুসল্লি ইজতেমা মাঠে অবস্থান নিয়েছেন। বুধবার ইজতেমা মাঠে আছরের নামাজ আদায়ের মাধ্যমে সেখানকার কার্যক্রম শুরু করা হয়।
তাবলিগ জামাতের সুরা সদস্য মাওলানা আব্দুল মান্নান জানান, সিঅ্যান্ডবি রোড উপজেলা পরিষদের পেছনে সরদারপাড়া ১৪ একর জমিতে ইজতেমার আয়োজন করা হয়েছে। আগামীকাল ফজরের নামাজের পর ভোলা জেলার আমির মাওলানা তৈয়বুর রহমানের আম বয়ানের মাধ্যমে ইজতেমার কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হবে।
একসঙ্গে আড়াই লাখ লোকের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া সোয়া লাখ লোক একসঙ্গে বয়ান শুনতে পারবেন। ৩৬ হাজার মুসল্লি একসঙ্গে থাকার মতো সামিয়ানা টাঙানো হয়েছে ইজতেমা মাঠে।
এছাড়া মুসল্লিদের জন্য ৮০০ টয়লেট, ওজুর জন্য ৫০০ ট্যাপ ও ৪টি পুকুর এবং ১৪টি টিউবওয়েলের ব্যবস্থা হয়েছে। রাতে আলোর জন্য ১৬০০ বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করা হয়েছে।
বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) জাহাঙ্গীর মল্লিক জানান, ইজতেমা মাঠের নিরাপত্তায় পুলিশ বাহিনীর ৩০০ সদস্য দায়িত্ব পালন করবেন। জঙ্গিবাদ ও নাশকতা রোধে ইজতেমার আশপাশের প্রত্যেকটি ছাত্রাবাস, মেস ও আবাসিক হোটেলগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
২০১৫ সালের ১০ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী বরিশালে প্রথম জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন ইজতেমা মাঠ উপচে আশপাশের সড়ক ও বাসাবাড়িতে মুসল্লিরা অবস্থান নেয়। বিশেষ করে জুমার নামাজ ও আখেরি মোনাজাতে লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে।
জনতার আলো/বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.