দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট বৃহস্পতিবার বেলা ১১টায় ছাত্র-জনতার উপরে গুলি চালিয়ে হত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে এ কর্মসুচী পালন করে যুবদল।
উপজেলা স্মৃতিসৌধ থেকে এক বিক্ষোভ র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ৭১ মঞ্চে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর ইসলাম রাজা, উপদেষ্টা নজরুল ইসলাম ফতেহ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মশিউদদৌলা, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহবায়ক মুক্তাদির হোসেন বকুল সহ আরও অনেকেই বক্তব্য দেন। বক্তারা অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন।