জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: বুয়েট ইঞ্জিনিয়ার (অব:) প্রাপ্ত মজিবুর রহমানের স্ত্রী ও বাপ্পির ‘মা’ জেবুন্নিসা চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ৩০ জানুয়ারি, রাত ১০.৩০ টায় তিনি রাজধানীর উত্তরার দক্ষিন আজিমপুর,দক্ষিন খান এলাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার দাউতকান্দি থানার জামাল কান্দা গ্রামে।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫৬) বছর। তিনি মৃত্যুর সময় স্বামী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
মরহুমার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবারবর্গ ও আত্মীয়-স্বজন ও এলাকা বাসি সকলেই তার আত্মার শান্তি কামনা করেন।
গত ৩১শে আগস্ট ২০১৬ইং বেলা আড়াইটায় উত্তরার দক্ষিন আজমপুরের মুন্সি মার্কেট এলাকার ৮১/৩৯ নম্বর বাড়ির ইঞ্জিনিয়ার কাজী মজিবুর রহমানের স্ত্রী জেবুন্নিসা চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। ফ্ল্যাট ভাড়া নেয়ার কথা বলে ওই বাসায় ঢুকে কিলার। চতুর্থ তলার ফ্ল্যাট দেখাতে গেলে জেবুন্নিসাকে পেছন থেকে মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।তারপর তাকে রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে দীর্ঘদিন ( I.C.U) চিকিৎসাদিন অবস্থায় ছিলেন।
জনতার আলো/বুধবার, ৩১ জানুয়ারি ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.