জনতার আলো, স্টাফ রিপোর্টার: সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বুধবার সকাল নয়টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন সাভার ক্যান্টনমেন্টের ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন।
পরে সেনাপ্রধান স্মৃতিসৌধের বেদিতে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে সেনাবাহিনী প্রধান স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
সেনাবাহিনী প্রধানের আগমন উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ ২০১২ সালের ডিসেম্বরে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি প্রধান হিসেবে নিয়োগ পান। চার বছর এই দায়িত্ব পালনের পর ২০১৬ সালের ৩ নভেম্বর তার মেয়াদ শেষ হয়। সেদিন তাকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ড’ এর জিওসি হিসেবে বদলি করা হয়।
গত ১৮ জুন সেনাপ্রধান হিসাবে আজিজ আহমেদকে নিয়োগ দেয়া হয়। ২৫ জুন সোমবার দুপুরে সেনা সদর দপ্তরে বিদায়ী সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি।
জনতার আলো/বুধবার, ২৭ জুন ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.