ব্যবসায়ীকে হত্যা: সাবেক এমপি আউয়ালের মামলার তদন্তে সিআইডি


জনতার আলো প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৩, ৭:৫৭ অপরাহ্ন /
ব্যবসায়ীকে হত্যা: সাবেক এমপি আউয়ালের মামলার তদন্তে সিআইডি

জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে প্রকাশ্যে শাহিনুদ্দিন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় নারাজি গ্রহণ করে মামলাটি সিআইডি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে নারাজি দাখিল করেন মামলার বাদী আকলিমা বেগম। আদালত নারাজির আবেদন গ্রহণ করে সিআইডিকে মামলাটি তদন্তের আদেশ দেন। একই সঙ্গে আগামী ১৪ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত।

মামলার আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ ১৬ জন। অপর আসামিরা হলেন- মোহাম্মদ তাহের, সুমন বেপারী, টিটু শেখ, মুরাদ, গোলাম কিবরিয়া, ইব্রাহিম সুমন, শফিকুল ইসলাম, রকি তালুকদার, নূর মোহাম্মদ হাসান, ইকবাল হোসেন, শরীফ, তৌরিকুল ইসলাম, তুহিন মিয়া, হারুনুর রশীদ ও প্রতীক আহম্মেদ সজীব।

গত ১৭ সেপ্টেম্বর পল্লবী থানার এম এ আউয়ালসহ ১৬ জনের বিরুদ্ধে এ সম্পূরক চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক মনির হোসেন।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে এ মামলায়  এম এ আউয়ালসহ ১৫ জনের বিরুদ্ধে প্রথম চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন। এরপর মামলার বাদী নারাজি দেন। ২০২২ সালের ১২ মে আদালত নিহত শাহিন উদ্দিনের মায়ের নারাজির আবেদন গ্রহণ করে পিআইবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ মে পল্লবীতে ৬ বছরের ছেলে মাশরাফির সামনে বাবা সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পল্লবীর ১২ নম্বর সেকশনের ৩১ নম্বর রোডের ৩৬ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।  সাহিনুদ্দিন  পল্লবীর ১২ নম্বর সেকশনে সিরামিক রোডের বাসিন্দা।

এ ঘটনায় সাহিনুদ্দিনের মা আকলিমা ২০ জনের নাম উল্লেখ করে ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

জনতার আলো/মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩/শাহানা