জনতার আলো, স্পোর্টস রিপোর্টার: অঘটন বলা যাবে না। প্রত্যাশিত জয় পেয়েছে বেলজিয়াম। বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসছিল দলটি। সেই পারফরম্যান্স অব্যাহত রেখেছে কোয়ার্টার ফাইনালেও। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে বেলজিয়াম।
কাজান এরিনায় বাংলাদেশ সময় রাত ১২টায় ম্যাচটি শুরু হয়।
স্কোর: ব্রাজিল ১ : ২ বেলজিয়াম
ব্যবধান কমাল ব্রাজিল: একের পর এক আক্রমণ করেও ফল পাচ্ছিল না ব্রাজিল। কোচ তিতের একাধিক পরিবর্তনগুলোও কাজে আসছিল না। কিন্তু ৭৬ মিনিটে হিসেব পাল্টে দিলেন ওই বদলি হিসেবে নামা রেনাতো আগুস্তো। ৭৫ মিনিটে পাউলিনিয়োর বদলি হিসেবে নামেন আগুস্তো। ১ মিনিট পর তার হেডেই প্রথম গোলের স্বাদ পায় ব্রাজিল। কুতিনহোর ক্রস থেকে হেড দিয়ে বেলজিয়ামের রক্ষণ ভাঙেন ৩০ বছর বয়সি আগুস্তো।
স্বস্তিতে বেলজিয়াম: ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করল বেলজিয়াম। বিশ্বকাপে প্রথমবারের মতো পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করল ব্রাজিল। ম্যাচের শুরুতে নেইমার, কুতিনহো, মার্সেলো এবং পাউলিনিয়ো দাপট দেখালেও প্রথম গোল হজমের পর তাদেরকে আর ফিরে পাওয়া যায়নি। দ্বিতীয় গোল হজমের পর ব্রাজিল নিজেদের পথ হারিয়ে বসে। স্বাভাবিক আক্রমণগুলোও ভুল করছিল সেলেসাওরা। বিশ্বকাপে টিকে থাকতে হলে দ্বিতীয়ার্ধে চমক দেখাতেই হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
কাউন্টার অ্যাটাকে বেলজিয়ামের গোল: নেইমারের কর্ণার কিক বৃথা যায়। বেলজিয়ামের ডিফেন্ডারের থেকে বল পান লুকাকু। বল নিয়ে দৌড়। তার পিছনে পিছনে সেলেসাওরা। বল বাড়িয়ে দেন কেভিন ডি ব্রুইনকে। একটু এগিয়ে ডানপায়ে শট নিয়ে ব্রাজিলের জালে বল পাঠান ম্যানচেস্টার সিটির হয়ে খেলা ব্রুইন। ম্যাচের ৩১ মিনিটে দুই গোলে পিছিয়ে ব্রাজিল।
আত্মঘাতী গোলে পিছিয়ে ব্রাজিল: প্রথমার্ধের দশ মিনিটে বেলজিয়াম শিবিরে একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ১৩ মিনিটে ভাগ্য খুলল বেলজিয়ামের। সেটাও আত্মঘাতী গোলের সুবাদে। ব্রাজিলের ডিফেন্ডার ফার্নানদিনহোর হাত ছুঁয়ে বল ব্রাজিলের জালে জড়ায়। ভিনসেন্ট কোম্পানির নেওয়া কর্ণার কিক ফার্নানদিনহোর হাতে লেগে জালে যায়। কাসিমিরোর পরিবর্তে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেছেন ফার্নানদিনহো।
ফিরেছেন মার্সেলো: মেক্সিকোর বিপক্ষে প্রি-কোয়ার্টার রাউন্ডের ম্যাচ খেলতে পারেননি মার্সেলো। পিঠের ব্যথায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাত্র দশ মিনিট মাঠে ছিলেন। বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরু থেকেই পাচ্ছে ব্রাজিল।
মুখোমুখি পরিসংখ্যান: চার মুখোমুখিতে বেলজিয়ামের বিপক্ষে তিন জয় ব্রাজিলের। বেলজিয়ামের জয় অপর একটিতে। কাগজে কলমে দুই দলই শক্তিশালী। তাই পরিসংখ্যান নিয়ে মাথা ব্যথা নেই কারো। র্যাঙ্কিংয়েও বড় কোনো ব্যবধান নেই। ব্রাজিলের অবস্থান দুইয়ে, বেলজিয়ামের তিনে।
হ্যাটট্রিক করলেই রাশিয়ায় জমি পাবেন নেইমার: বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারকে একখন্ড জমি উপহার দেবেন বলে ঘোষণা দিয়েছেন কাজান অ্যারেনার মেয়র আইলাসার ম্যাস্টিন। রাশিয়ার নিউজ এজেন্সি তাসকে আইলাসার ম্যাস্টিন বলেছেন, ‘নেইমার যদি একটি হ্যাটট্রিক করতে পারেন তাহলে আমরা তার জন্য স্পনসর খুঁজব। তাকে একখন্ড জমি আমরা উপহার দেব। আপনারা বুঝতে পারছেন নেইমারের দরজায় কত বড় উপহার অপেক্ষা করছে?’
অদ্ভুত লড়াই দুই দলের: রাশিয়া টুর্নামেন্টে ব্রাজিল এখন পর্যন্ত মাত্র এক গোল খেয়েছে। সবচেয়ে কম। আর বেলজিয়াম টুর্নামেন্টে সবথেকে বেশি গোল দিয়েছে। ১২টি। টুর্নামেন্টের সবথেকে কম গোল খাওয়া দল ও সবথেকে বেশি গোল দেওয়া দলের লড়াই। একটু অদ্ভুত লড়াই তো অবশ্যই।
‘অভিশপ্ত’ কাজান এরিনা: কাজান এরিনা ফুটবল পরাশক্তিদের জন্য ‘অভিশপ্ত’স্টেডিয়াম। এ মাঠেই কোরিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে আর্জেন্টিনা এ মাঠ থেকেই বিদায় নিয়েছে। এবার কি নেইমারদের পালা? উত্তর জানতে অপেক্ষা করতে হবে কয়েকটা ঘন্টা।
জনতার আলো/শুক্রবার, ০৬ জুলাই ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.