জনতার আলো, মোঃ রিপন হাওলাদার { ক্রাইম চীফ }: গ্রাম্য সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়ে গানের জগতে আসেন রাজু আহমেদ ।
এ মুহূর্তে আধুনিক গানের অঙ্গনে উজ্জল অবস্থান তার। প্রতিদিনই গান ভক্ত প্রেমীদের মন জয় করতে মানসম্মত নতুন কোনো গান বাজারে আনতে অনুশীলনে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তরুণ কন্ঠশিল্পী।
শেরপুর জেলার, শেরপুর সদর টাউনের ছেলে রাজু। ছেলে। পিতাঃ- মোঃ হামিদুর রহমান মাতাঃ- মিসেস রাশিদা রহমান। বড় বোন উম্মে হাবিবা হ্যাপী ও ছোট ভাই মোহাম্মদ আর রহমান, তিন ভাই বোনের মাঝে রাজু মেঝো।
মা বাবা ভাই বোন ও বন্ধু মহলের অনুপ্রেরণায় শিল্পী রাজুর সঙ্গীত জগতে পথচলা শুরু স্কুল জীবনে। রাজু গানের মধ্য দিয়ে ব্যস্ততম সময় পার করছেন।
তিনি ইতিমধ্যে তার বিভিন্ন গান দিয়ে দর্শক নন্দিত হয়েছেন। (১) রোহিঙ্গা (২) সজনী গো (৩) লাল শাড়ী (৪) কত ফাগুন (৫) ভালোবেসে সুখী হবো (৬) আষাঢ়ের জল (৭) এতো সুন্দর, ইত্যাদি।শিল্পীর সাথে কথা বলে, তার ব্যক্তিগত জীবন ও গান নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানতে পারলাম।
তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিএসসি টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে একটি মাল্টিন্যাশনাল গ্রুপ অব কোম্পানী ব্রিটানিয়া লেবেল বিডি লিঃ এ আইটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এ সহকারি ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন।
গান নিয়ে রাজু বলেন, “ গান হচ্ছে মানুষের মনের খোরাক। আর আমি সুস্থ্য ধারার বিনোদন নিয়ে, সুন্দরতম গান উপহার দিয়ে মানুষের সেই মনের খোরাক পূরণ করায় আমার লক্ষ্য। আর আমি আমার মা’কে সবথেকে বেশি ভালোবাসি। মা হচ্ছে আমার গান ও অন্যান্য সবকিছুর জন্য অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি এই পৃথিবীর সব ছেলে মেয়ের কাছেই তার মা সব থেকে দামি ও মহা মূল্যবান সম্পদ। তাই আমি সকল মা’দের জন্য একটি গান করেছি। গানটি সিডি চয়েস মিউজিক থেকে ঈদ এ বের হবে। আশা করি আমার গানটি সবার কাছেই অনেক ভালো লাগবে। আর আমি সবার কাছেই দোয়াপ্রার্থী।
“ শিল্পী রাজু ইতিমধ্যে ঈদ এর এ্যালবাম ও বিভিন্ন শর্ট ফিল্ম নিয়ে কাজ করছেন। তার গানের শিক্ষাগুরু বিশিষ্ট সঙ্গীত শিল্পী এইচ সাজু, বাসুদেব, মজিবর ইসলাম, রিয়াজ খান প্রমুখ।
তার বন্ধু শিল্পী হৃদয় হাসানকে নিয়ে তার ব্যান্ড দল ও বিভিন্ন টিভি মিডিয়াতে কাজ করছেন। এই ইদ-এ তার এ্যালবাম বের হচ্ছে (১) লাল বেনারশী (২) তোমাকে হারিয়ে (৩) মা।গানগুলোর গীতিকার- কামরুল হাসান সুরকার- হৃদয় হাসান মিউজিক ও সুর- আহসান হাবিব ছবি।
জনতার আলোর পক্ষ থেকে শিল্পী রাজু আহমেদের প্রতি অভিনন্দন ও ভালোবাসা রইলো।
জনতার আলো/বুধবার, ২৫ জুলাই ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.