জনতার আলো, রুহুল আমিন ভূঁইয়া বিনোদন রিপোর্টার : সুন্দর মানেই বৈচিত্র্য। অনেক সুন্দরকে একই সূত্রে গাঁথা বা একটা ছবিকে দর্শকের সামনে জীবন্ত করে তোলাই হচ্ছে একজন চিত্রগ্রাহকের মূল কাজ। একজন চিত্রগ্রাহক তার ক্যামেরায় নির্দিষ্ট সৌন্দর্যকে ধারণ করে দর্শকের সামনে ফুটিয়ে তোলেন। তিনি মেধা ও মননে ধারণ করেন চলচ্চিত্রের শৈল্পিকতা।
নিজের নান্দনিকতাকে সার্বজনীন করে তোলেন একজন সিনেমাটোগ্রাফার। তেমনই একজন রাজন হোসাইন রম তরুন সফল সিনেমাটোগ্রাফার। দীর্ঘ দিন ধরেই মিডিয়ায় কাজ করতেছেন। ব্যক্তি হিসেবে রাজন বন্ধুসুলভ। কাজের প্রতি রয়েছে ভালোবাসা। প্রথমবারের মতো বাংলাদেশী কোনো চিত্রগ্রাহক হিসেবে রাজন ভারতীয় বাংলা মিউজিক ভিডিওতে কাজ করলেন Camera Red helium 8k দিয়ে।
এই ক্যামরাটি যা এখনও বাংলাদেশে আসেনি। এই মিউজিক ভিডিওর মাধ্যমে প্রথম বাংলাদেশী চিত্রগ্রাহক নিয়ে কাজ করলেন সুরাজ কুমার প্রযোজনা প্রতিষ্টান যেটা কিনা ১০০% ভারতী প্রযোজনা। শিল্পী আঁকাশ সেনের গাওয়া গানে মডেল হয়েছেন প্রিয়াঙ্কা মুখার্জী, সুজয় ঘোষ ও সুরাজ কুমার।
রাজন বলেন, আমি খুবই ভাগ্যবান যে প্রথম বাংলাদেশী চিত্রগ্রাহক হিসেবে আমাকে বেছে নেওয়া হয়েছে। ধন্যবাদ জানাই সুরাজ কুমার প্রযোজনা প্রতিষ্টানকে। দীর্ঘ দিন ধরেই মিডিয়ায় জড়িত। সবার ভালোবাসা নিয়ে এখনও কাজ করতেছি। যতদিন আছি কাজ করে যেতে চাই।
সিনেমাটোগ্রাফি বিষয়ে এই প্রজন্মের আগ্রহ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী। অনেক ছেলেমেয়ে এখন দেশের বাইরে থেকে নয়, বরং আমাদের দেশেরই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করছে এবং তারা অনেক ভালো ভালো কাজও করছে বলে জানালেন রাজন।
এই প্রজন্মের সৃজনশীল চিন্তাভাবনা, টেকনিক্যালি সেন্স, কাজের প্রতি ভালোবাসা আমাদের সিনেমাকে সত্যিকারের সিনেমা ইন্ড্রাস্ট্রিতে রূপান্তরিত করবে বলে আশা করেন প্রজন্মের সফল এই তরুণ। তিনি বলেন, আমার জন্য সবাই দোয়া করবেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.