জনতার আলো, এম. আরিফুর সাদনান, বিশেষ প্রতিনিধি : রাজধানীর ভাষানটেক এলাকায় এক রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম তাজুল ইসলাম। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত তাজুল ইসলামের পরিবারের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ভাষানটেক থানার লালসরাইয়ের ১৫ নম্বর জাহাঙ্গীরের বস্তির পেছন থেকে তাজুলের রক্তাক্ত লাশ উদ্ধার করেন ভাষানটেক থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম।
জানা যায়, নিহত তাজুল ইসলাম পেশায় একজন রিকশা চালক। তিনি যৌথ মালিকানায় একটি রিকশা চালাতেন। ওই রিকশার অংশীদারিত্ব ছিল আলামিনের। রিকশার মালিকানা ও দৈনিক ভাড়া নিয়ে আলামিনের সঙ্গে তাজুলের বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল মঙ্গলবার রাতে আলমিন, ইদ্রিসসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা তাজুলকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে মার্ক হাসপাতালে পরে হৃদরোগ ইনিস্টিটিউট হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত তাজুল রাজধানীর ভাষানটেক থানার ২৫/১ নম্বর বাড়ির আবুল হাসেমের বাড়িতে বসবাস করতেন। তিনি দুই ছেলে সন্তানের জনক। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল থানার দিঘদাইল গ্রামের আবদুর রহিমের ছেলে।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী সাব্বির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযুক্ত আলামিন ও ইদ্রিসসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনতার আলো/বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.