জনতার আলো, জয়নাল আবেদীন রিটন, জেলা ব্যুরো চীফ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে ইংরেজি নববর্ষ উযযাপনের রাতে দুটি ফ্লাটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ১১ভড়ি স্বর্ণালঙ্কারসহ নগদ প্রায় ২লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দিবাগত রাত দ্ইুটা নাগাদ শহরের গাছতলাঘাট এলাকার একটি তিনতলা ভবনের কলাপসিবল গেইটের তালা কেটে দোতলার ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আমিনুল ইসলামের বাসার মূল ফটক ভেঙ্গে ছয়জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে দুই স্বামী- স্ত্রীকে জিম্মি করে চারভুরি স্বর্ণালঙ্কার ও নগদ ১লক্ষ ১৫হাজার টাকা লুট করে নিয়ে যায়। একই ভাবে পাশের ফ্লাটের ভৈরব বাজারের সানফ্লাওয়ার ইলেকট্রনিক্সের মালিক মোঃ আতিকুল ইসলামের বাসায় দেশীয় অস্ত্র নিয়ে আতিকুল ইসলামের স্ত্রী সারমীন আক্তার ও তার বৃদ্ধা মাকে জিম্মি করে ৭ভড়ি স্বর্ণালঙ্কারসহ নগদ ৫৫হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাত দলের সদস্যরা।
এঘটনা খবর পেয়ে সকালে ভৈরব থানার উপ-পরিদর্শক মতিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাহালুল খান বাহারের সাথে কথা হলে তিনি জানান, থার্টি ফাস্ট নাইট উদযাপনের রাতে দুটি বাসায় ডাকাতির খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
জনতার আলো/মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.