জনতার আলো, জয়নাল আবেদীন রিটন, জেলা ব্যুরো চীফ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে তেয়ারীরচরে ভোট কেন্দ্র দখল ও আওয়ামীলীগ নেতা-কর্মীদের উপর হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ।
মঙ্গলবার রাতে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জজ মিয়া বাদী হয়ে নাছির মিয়া, দুধ মিয়া, হাবিব মিয়া, মজিবুর , জাকির,আনিস,মজিবুর,রাজু মিয়া,মিজান,মস্তো মিয়া,সাচ্চু মিয়া ও খোকনসহ ১২ জনের নাম উল্ল্যেখ করে অজ্ঞাত আরো বিএনপির ৮/১০ জনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন ।
মামলার এজাহারে জানাযায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোরে তেয়ারীরচর ভোট কেন্দ্র দখল করার জন্য বিএনপি নেতা-কর্মীরা কেন্দ্রে হামলা চালায় । এ সময় আওয়ামীলীগ নেতা-কর্মীদের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে ।
পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিএনপি কেন্দ্র ত্যাগ করে । এর কিছু সময় পর ফের বিএনপি নেতা-কর্মীরা লাঠি সোঠা নিয়ে আওয়ামীলীগ নেতা-কর্মী নাঈম মিয়া(২১), সাদ্দাম (২৪),জিয়াউদ্দিন (৪০),জসিম ভ’ইয়া (২৬),মিজান (২৬) ও মারফত উল্লাহ (২৫ কে মারধোর করে গুরুতর আহত করে ।
এছাড়াও আওয়ামীলীগ সমর্থক শওকত ভ’ইয়ার বাড়িতে গোয়াল ঘরে থাকা ২ টি গরু কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে একই দিনে উজ্জল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর ও আসবাব পত্র লুট করে নিয়ে যায় ।
এ বিষয়ে ভৈরব থানার ওসি (তদন্ত ) বাহালুল খান বাহার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।
জনতার আলো/বুধবার, ০২ জানুয়ারি ২০১৯/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.