জনতার আলো, জয়নাল আবেদীন রিটন, জেলা ব্যুরো চীফ, কিশোরগঞ্জ : ভৈরবে তিন শতাধিক বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করে পাপনের নৌকা মার্কায় ভোট দেয়ার অঙ্গীকার করেন। আজ শনিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ অফিসে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকার দুই শতাধিক ও পৌর এলাকার কালীপুর গ্রামের শতাধিক বিএনপি নেতা-কর্মী উপস্থিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন।
ভৈনব উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া বিএনপির নবযোগদানকৃত নেতা-কর্মীদের দলে গ্রহণ করে আসন্ন নির্বাচনে দেশের উন্নয়ন অব্যাহত, জঙ্গীবাদ ও সন্ত্রাস দমন, মাদক ব্যবসা বন্ধে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল হাসান পাপনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় নবযোগদানকৃতরা হাত তুলে পাপনের নৌকায় ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
ওই যোগদান অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। জনতার আলো/শনিবার, ০৮ ডিসেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.