জনতার আলো, জয়নাল আবেদীন রিটন, জেলা ব্যুরো চীফ, কিশোরগঞ্জ : ভৈরবে রান্নাঘরের গ্রীল কেটে প্রবাসীর বাড়ির লোকজনকে অজ্ঞান করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।
শহরের ভৈরবপুর উত্তরপাড়ার ইটালী প্রবাসী আব্দুল লতিফ মিয়া বাড়িতে বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। ভোক্তভোগি পরিবারের গৃহকর্তা প্রবাসী আব্দুল লতিফ, স্ত্রী হাসিনা বেগম ও তাঁর মেয়ে আকলিমা বেগম অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্বজনরা জানান, বুধবার রাত আনুমানিক ২টার দিকে রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে বিভিন্ন রুম থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার নিয়ে যায়।
প্রবাসীর স্ত্রী হাসিনা বেগম জানান, প্রতিদিনের ন্যায় তারা রাত ১১টার দিকে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে তাঁর গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে যাচ্ছে দেখতে পেলেও উঠে দাঁড়ানোর মত শক্তি ছিলনা শরীরে। ভোর সকালে তাদেরকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসেন। তিনি আরো জানান, দূর্বত্তরা নগদ টাকা, একলাখ টাকা মুল্যের একটি মোবাইল সেট, এবং তার মেয়ে আকলিমার গলা থেকে স্বর্ণের চেইন সহ আলমারিতে রাখা ১২ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যায়। ভৈরব থানার উপ পরিদর্শক মো: আবুল খায়ের জানান, খবর পেয়ে সকালে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থাল পরিদর্শন করে রান্না ঘরের গ্রিল কাটা ও ঘরের মালামাল অগোছালো দেখতে পাই। ধারণা করছি দূর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জনতার আলো/বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.