জনতার আলো, জয়নাল আবেদীন রিটন, জেলা ব্যুরো চীফ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত নতুন ৫০ হাজার সদস্যদের মাঝে ২শ কোটি টাকা ঋণ বিতরণ করবেন আশা। কিশোরগঞ্জের (ভৈরব) জেলার আশার ৩৭টি ব্্রাে র ম্যানেজারদের নিয়ে দিনব্যাপী অর্ধ-বার্ষিকী বিএম সমন্বয় সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। এছাড়াও জেলার ৩৭টি ব্রাে র মাধ্যমে বিগত দিনে প্রায় ৭৩ হাজার সদস্যকে ২১২ কোটি টাকা ঋণ প্রদান করা হয়েছে।
এসকল ঋণ দরিদ্র পরিবারের ব্যবসায়ী, ক্ষুদ্র উদ্যোক্তা, গবাদি পশুপালন, সবজিচাষসহ বিভিন্ন আর্থ-সামিাজিক উন্নয়নে প্রদান করা হচ্ছে। এদিকে ঝড়েপড়া ছাত্রছাত্রী রোধকল্পে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ, স্যানিটেশন সুবিধা, বিনামুল্যে স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় নিয়োজিত রয়েছে সংস্থাটি। আজ সোমবার ভৈরব উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আশার সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন আশা’র ডিরেক্টর মুহাম্মদ আবদুস সামাদ।
কিশোরগঞ্জ (ভৈরব) জেলা ব্রাে র সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মো: শফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশা’র জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ খাইরুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল ম্যানেজার এ.কে.এম তারেক, এ ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক প্রমুখ। সকাল ৯ থেকে ৪টা পর্যন্ত চারটি পর্বে চলা ওই সভায় বিগত বছরের ষান্মাসিক কার্যক্রম পর্যালোচনা করে চলতি বছরের ঋণ বিতরণের লক্ষমাত্রাসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে দিক নির্দেশনামুলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জনতার আলো/সোমবার, ২১ জানুয়ারি ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.