মনোনয়ন কিনলেন ঢাকা-১৬ আসনের সংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্


জনতার আলো প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৩, ২:১২ অপরাহ্ন /
মনোনয়ন কিনলেন ঢাকা-১৬ আসনের সংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্

জনতার আলো, মো. সাব্বির হোসেন  : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের
আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ এই আসনটিতে টানা তিন বার সংসদ সদস্য ছিলেন, চতুর্থ বারের মতো সংসদ সদস্য পদে নির্বাচন করতে মনোনয়ন পত্র কিনেছেন।

আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছি। আমাকে যদি দল খুশি হয়ে মনোনয়ন দেয়, তবে আমার আসনে উন্নয়নের জন্য নিঃশর্তভাবে কাজ করব। রাষ্ট্রের যত সুবিধা আছে সবকিছু আমার এই আসনের উন্নয়নের ইতিহাস বদলে দিব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘আমি অনেক আগে থেকে মানুষের জন্য কাজ করি। অন্যায়ের সাথে আপোষহীন ভাবে প্রতিবাদ করে থাকি। আমার আদর্শ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর নেতৃত্ব মানি শেখ হাসিনার। প্রধানমন্ত্রীর সোনার বাংলা গড়ার  ভিশন পূরণের জন্য কাজ করে যাচ্ছি। সব মিলিয়ে এলাকার উন্নয়ন ও জনগণের পাশে আরও বেশি করে দাঁড়ানোর সুযোগ নেওয়ার জন্যই মনোনয়নপত্র কিনেছি।

জনতার আলো/রবিবার, ১৯ নভেম্বর ২০২৩/শোভোন