জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : “শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি সাপোর্ট গ্রুপ(সিএজি) প্রশিক্ষণ আজ রবিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের মমিনপুর কমিউনিটি ক্লিনিক সংলগ্ন বাখেরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কমিউনিটি বেইজড হেল্থ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপ্তরের এর আয়োজনে এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় প্রশিক্ষণ প্রদান করেন প্রধান প্রশিক্ষক মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (এ এইচ আই) আব্দুল মতিন এবং মমিনপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ফারজিনা মিতালী, এইচএ নাছিমা আক্তার পারভীন, এফডব্লিউএ মহসিনা খাতুন।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন কমিউনিটি সাপোর্ট গ্রুপ(সিএজি) এর যুগ্ন আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী, সদস্য রানীনগর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সুলতান মাহবুব, ভরাডুবা আক্তার হামিদ সিদ্দিকি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, বাখেরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল বারিক, সহকারী শিক্ষক আহসান হাবীব লাইট, এনতাজুল ইসলাম, উজ্জ্বল কুমার, রুহুল আমীন, নাজমা খাতুন, জাহাঙ্গীর আলম, এনামুল হক, সাবেক এফডব্লিউএ আলহাজ্ব জিন্নাতুন, ইউপি সদস্য কামরুল হাসান, সাবেক ইউপি সদস্য হোসেন আলী, আবুল কাসেম, ইতি প্রমুখ।
জনতার আলো/রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.