জনতার আলো, ইকবাল হোসেন জীবন, জেলা ব্যুরো চীফ, মিরসরাই: চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদৌলা রেজা বলেন, মাদক ব্যবসায়ীদের ছাড় নেই। মাদক ব্যবসায়ী যে দলেই হোক কোন ছাড় দেয়া হবে না। শুধু মাদক ব্যবসায়ী নয়। মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশয় দাতাদেরও আইনের আওতায় আনা হবে। বুধবার (৩০ জানুয়ারি) জোরারগঞ্জ থানার ওপেন হাউজ ডে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশের পুলিশ মিশনে সবসময় এক নম্বরে থাকে। অন্যান্য দেশের যত পুলিশ আছে সেখানে ঐ দেশের মানুষ চাইযে বাংলাদেশ পুলিশ আসুক। কারণ বাংলাদেশের পুলিশ অনেক মানবিক। সেখানে অনেক দুভিক্ষ লেগে থাকে আর বাংলাদেশের পুলিশ তাদেরকে নিয়ে খাবারটা তাদেরকে শেয়ার করে এবং তাদের সাথে মানবিক আচরণ করে থাকে। বাংলাদেশের অনেক পুলিশ এখন মিশনে কাজ করছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসানের সভাপতিত্বে ও পরিদর্শক (তদন্ত) মোজ্জামেল হকের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর মেয়র নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন হারুন, ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মো. জাহাঙ্গীর ভূইয়া, কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম হুমায়ূন, মিরসরাই প্রেসক্লাবে সাবেক সভাপতি শারফুদ্দীন কাশ্মির প্রমুখ। এছাড়াও জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী সহ থানার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জোরারগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এলাকার ছিচকে চোরকে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ৫জনের মাঝে ভ্যান গাড়ি তুলে দেন চট্টগ্রাম উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মশিউদৌলা রেজা সহ উপস্থিত অতিথিবৃন্দ।
হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ভ্যান গাড়ি পাওয়া মো. হানিফ জানান, জোরারগঞ্জ থানা পুলিশ আমাদের জীবিকা নির্বাহের জন্য একটা ভ্যান গাড়ি দিয়েছে এটা পেয়ে পেয়ে আমি অনেক খুশি
করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের মো. আমির হোসেন বলেন, অভাবের সংসার ভ্যান গাড়ি ক্রয় করার সামথ্য নেই আমার। তাই জোরারগঞ্জ থানা পুলিশ আমাকে একটা গাড়ি দিয়েছে। আমি অনেক খুশি হয়েছি। শুধু মো. হানিফ এবং আমির হোসেন নয় ভ্যান গাড়ি পেয়ে খুশি হয়েছেন মো. মোশাররফ হোসেন, মহিউদ্দিন, আনোয়ার হোসেন।
জনতার আলো/বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি ২০১৯/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.