জনতার আলো, ফরিদ উদ্দিন মুপ্তি, জেলা ব্যুরো চীফ, মাদারীপুর: র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৬ জুন মাদারীপুর জেলার শিবচর থানাধীন চরবাচামাড়া সাকিনস্থ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে আনুমানিক ০২.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার শিবচর থানাধীন চরবাচামাড়া সাকিনস্থ জনৈক মোঃ রাজা মিয়া এর বাড়ীর দক্ষিণপাশে একজন ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে আনুমানিক ০৩.২০ ঘটিকার সময় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক একজনকে ব্যক্তিকে আটক করেন।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সোহেল মোল্লা(২২), পিতাঃ মোঃ এনামুল মোল্লা, সাং- কাছিকাটা, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর বলে জানায়।
পরবর্তীতে ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামী মোঃ সোহেল মোল্লা এর দেহ তল্লাশী করে পরিহিত জিন্স প্যান্টের পকেট হতে ০১টি স্বচ্ছ রংয়ের পলিব্যাগের মধ্যে রক্ষিত গাঢ় গোলাপী রংয়ের ৩৫(পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরও স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এর চালান সংগ্রহ করে মাদারীপুর জেলার শিবচর থানাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে।
এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে মাদারীপুর জেলার শিবচর থানায় র্যাব বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।
জনতার আলো/বুধবার, ২৭ জুন ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.