জনতার আলো, ফরিদ উদ্দিন মুপ্তি, জেলা ব্যুরো চীফ, মাদারীপুর: পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে মাদারীপুরের শিবচরের চরালে নদী ভাঙ্গন ব্যাপক আকার ধারন করেছে। নদী ভাঙ্গনে আক্রান্ত হয়েছে চরজানাজাত ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়সহ ৩টি স্কুল। হাইস্কুলের ভবন সরিয়ে নেয়ার কার্যক্রম শুরু হলেও প্রাথমিক স্কুল ভবন ২টি নদী গর্ভে বিলীন হওয়ার মুখে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ফরিদ উদ্দিন মুপ্তির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট:
পদ্মা নদীর পানি বৃদ্ধি ও তীব্র স্ররতের কারণে মাদারীপুরের শিবচরের চরা লের চরজানাজাত, কাঠালবাড়িসহ ৩টি ইউনিয়নে ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে। গত ২দিনে চরজানাজাত ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয়, মালেক তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মজিদ সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ৩টি ভাঙ্গন আক্রান্ত হয়েছে। এরই মধ্যে ইলিয়াস আহমেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ভবন সরিয়ে নেয়ার কাজ শুরু হয়েছে, তবে এখনো প্রাইমারি স্কুল ভবন সরানো শুরু হয়নি। তবে ভাঙ্গন ও পানি বাড়ায় চরা লে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে ভাঙ্গনের মুখে চরের অর্ধ শতাধিক ঘর বাড়ি অন্যত্র সরিয়ে নিয়ে গেছেন আক্রান্তরা।
চরা লের ক্ষতিগ্রস্তরা: নিলামে বিক্রি করে দেয়া হয়েছে পাকা ভবনগুলো। টিনের ঘরগুলো সরিয়ে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ জানালেন স্কুলের প্রধান শিক্ষক।
পদ্মায় পানি বৃদ্ধ ও নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন উপজেলার এই উর্ধ্বতন কর্মকর্তা। শিক্ষার্থীদের লেখাপড়া ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন …
শিবচরের উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান আহমেদ বলেন, নদী ভাঙ্গন রোধে সরকার দ্রুত ব্যবস্থা নিবেন এমনটাই আশা করেন ভাঙ্গন কবলিত এলাকার সাধারণ মানুষ।
জনতার আলো/শুক্রবার, ১৩ জুলাই ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.