জনতার আলো, মোঃ বিলাল উদ্দিন, ব্যুরো চীফ, কুয়েতে: দুটি পাতা একটি কুড়ির দেশ, শাহজালালের স্মৃতি বিজড়িত পুণ্যভূমি সিলেটের ধার্মিক এবং শান্তি প্রিয় এলাকা আমাদের জকিগঞ্জ। অনেক ইতিহাস এবং ঐতিহ্যে ভরপুর আমাদের এই জকিগঞ্জ।
শুধু মাত্র আমাদের এই জকিগঞ্জের হৃদয়বান প্রবাসী ভাই -বোনদের নিয়েই গঠিত আমাদের সবার প্রিয় সংগঠন জকিগঞ্জের প্রথম ডিজিটাল সফল সংগঠন “জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ” ২০১৫ সালের এমন সময় শুরু হয় আমাদের সংগঠনের শুভ যাত্রা।
গতবছর ছিল আমাদের সংগঠনের দ্বিতীয় বর্ষপূর্তি, তাই পালিত হয় পৃথিবীর প্রায় ৩১ টি দেশে দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবারও পালিত হবে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান।
দীর্ঘদিন প্রবাসে থেকে দেশের অসহায় মানুষদের চিন্তা করতাম, ভাবতাম এদের জন্য কিছু করা যায় কি না, কিন্তু একা তো কারো পক্ষে কিছু করা সম্ভব না। প্রায় সময় দেশে অবস্থারত সচেতন মানুষদের সাথে কথা বলতাম, বিশেষ করে অনলাইনে একটিভ জনপ্রিয় মানুষদের পরামর্শ নিতাম, আমাদের ডাঃ হাবিবুল্লাহ মিছবাহ, সাংবাদিক এনামুল হক মুন্না সহ অরো অনেকের সাথেই কথা হত নিয়মিত।
এক সময় আমি সহ আমরা ৭জন প্রত্যায়ী মানুষ >> ১>জনাব ফজলু ভাই(সৌদিআরব) , ২>জামাল ভাই(লন্ডন), ৩>মরহুম ইকবাল তালুকদার ভাই(সৌদিআরব) , ৪>আল মাহমুদ রুমেল ভাই(স্পেন), ৫>রুবেল আহমেদ শিবলু ভাই(আরব আমিরাত) , ৬>মামুনুর রশিদ ভাই(ইতালি) জকিগঞ্জের স্বার্থে দলমতের উর্ধ্বে এসে একাত্বতা ঘোষনা করে প্রতিষ্ঠা করি “জকিগন্জ প্রবাসী ঐক্য পরিষদ” আমাদের সেই কাঙ্ক্ষিত দিনটি ছিল ৩১ অক্টোবর ২০১৫।
বিগত ৩টি বছর আমাদের প্রাণ প্রিয় এ সংগঠন জকিগঞ্জের প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ডে তার সরব উপস্তিতি জানান দিয়েছে।
অসহায় গরীব মানুষদের মাঝে..শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে যাত্রা শুরু করলেও, কিছু গরীব বিধবা মহিলা ও কিছু এতিম মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতা ,কিছু অসুস্থ মানুষের আর্থিক সাহায্য ছাড়াও, ঝড় তুফানের পর টিন বিতরণ, দরিদ্র মেধাবী ছাত্রদের স্কুলড্রেস বিতরণ করা, এছাড়া দুস্ত পরিবারে মাঝে নলকুপ অনুদান, জকিগঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স সহ ডিগ্রি কলেজ চালু করার দাবিতে মানববন্ধন করি…।
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম ইকবাল তালুকদার ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান বিষয়ক সম্পাদক প্রয়াত সুশিল বিশ্বাসের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয় পরিষদের সকল সদস্যদের সহযোগিতায়।
এরই মধ্যে এই বছর আমরা হারিয়েছি আমাদের পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল তালুকদার ভাইকে ও পরিষদের সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বিষয়ক সম্পাদক সুশীল দাদা কে, আমরা উনাদের অকাল মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারিনি এখনো।
সর্বশেষ শিক্ষা খাতে আমাদের পরিষদের সাধারণ সম্পাদক স্পেন প্রবাসী আল মাহমুদ রুমেল ভাইয়ের পিতা লন্ডন প্রবাসী মোঃ আব্দুশ সাকুরের কতৃক জকিগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে মধুদত্ত প্রাথমিক বিদ্যালয়ে বড় অংকের আর্থিক অনুদান প্রদান করা হয়,উক্ত স্কুলের সার্বিক উন্নয়নের জন্য।
এত স্বল্প সময়ে মহান রাব্বুল আল আমিনের রহম করম ছাড়া এতো কিছু সম্ভব নয়। সংগঠনের সকল সদস্য এবং দায়িত্বশীলদের আত্মত্যাগ এবং আন্তরিক সহযোগিতার কারনে এতো দূর এগিয়ে এসেছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, সেই সাথে সবার দীর্ঘায়ু শান্তিময় জীবন কামনা করছি।
জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ দূর্বার গতীতে এগিয়ে যাক। দেশে ও প্রবাসে আপনাদের সকলের সহযোগিতা সব সময় কামনা করি মোঃ তাজ উদ্দিন ( কুয়েত প্রবাসী) সাংগঠনিক সম্পাদক, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদ।
জনতার আলো/বুধবার, ৩১ অক্টোবর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.