মান্দায় অধ্যক্ষের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন


জনতার আলো প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২৩, ৭:৩৩ অপরাহ্ন /
মান্দায় অধ্যক্ষের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন

জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : নওগাঁর মান্দায় চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষের  উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) দুপুর দেড় টার দিকে  উপজেলার ১২ নং কাঁশোপাড়া  ইউনিয়নের চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের সামনে এসব কর্মসূচি পালন করা হয়। চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারী কর্তৃক আয়োজিত এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের সভাপতি ইদ্রিস আলী সরদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম এবং সহকারী শিক্ষক আব্দুল করিম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, নিয়োগ সংক্রান্ত  বিষয়কে কেন্দ্র করে দুর্বৃত্তদের অতর্কিতভাবে সন্ত্রাসী হামলায় চকউলী বহুমুখী হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত সোমবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের  চকউলী বহুমুখী হাইস্কুল ও কলেজে অধ্যক্ষের কার্যালয়ে ঢুকে অধ্যক্ষের উপর অতর্কিত সন্ত্রাসী হামলা এবং অফিস কক্ষে ভাংচুর করে রাষ্ট্রীয় সম্পদ নষ্টের প্রতিবাদে এসব কর্মসূচির আয়োজন করা হয় ।

চকউলী বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের আহত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, গত সোমবার (১৩ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে অত্র কলেজে বার্ষিক ও সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছিলো। পরীক্ষা চলমান অবস্থায় তিনি তার কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত (বখাটে যুবক) তার কার্যালয়ে ঢুকে অতর্কিতভাবে হামলা চালায় ও অফিস ভাংচুর করেন। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। দুর্বৃত্তদের উপরর্যুপরি আঘাতের কারণে তার মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হওয়ায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার দাবি যে, নিয়োগ নিয়োগ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই তার উপর এভাবে হামলা চালানো হয়েছে। যারা এ হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ওইদিনই তাৎক্ষণিভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। হামলাকারীদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জনতার আলো/শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩/শাহানা