জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : নওগাঁর মান্দায় আগুনে পুড়ে শমসের আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার(১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে জেলার মান্দা উপজেলার গনেশপুর গ্রামের হঠাৎপাড়ায় এ দূর্ঘটনাটি ঘটে।
ভূমিহীন শমসের আলী মান্দা-মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা কচুকুড়ি গ্রামের মৃত. সুবিদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত তার স্ত্রী সহ হঠাৎ পাড়া গ্রামের একটি সরকারি পুকুর পাড়ে বেড়ার বাড়িতে বসবাস করে আসছিলেন। তার ২ ছেলে-মেয়ে অন্যত্র বসবাস করতেন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে । খবর পেয়ে মান্দার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় শমসের আলী তার শয়ন ঘরে আগ্নিদ্গ্ধ হয়ে মারা যান।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিড়ি অথবা কয়েলের আগুন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
জনতার আলো/শনিবার, ১৮ নভেম্বর ২০২৩/শাহানা
আপনার মতামত লিখুন :