জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন হাট- বাজারে পশু- পাখি ও বিভিন্ন দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ের বর্তমান বর্ষে (১লা বৈশাখ ১৪২৮ থেকে ৩০ শে চৈত্র ১৪২৮ বাংলা) সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায়ের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গত বুধবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে , উপজেলা পরিষদ ও গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর এবং বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসক বরাবর বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মান্দা উপজেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী মন্ডল, সিপিবি’ মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি মান্দা উপজেলা শাখার সদস্য আবুল শেখ এবং কৃষক সমিতি মান্দা উপজেলা শাখার সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, মান্দা উপজেলার বিভিন্ন হাটে গত কয়েক বছর ধরে পশু- পাখি ও বিভিন্ন দ্রব্যাদি ক্রয়-বিক্রয়ে সরকার কর্তৃক নির্ধারিত নিয়মনীতি তোয়াক্কা না করে ইজারাদারগণ অতিরিক্ত টোল আদায় করছেন। এলাকার জনগণকে নিয়ে এই অনিয়মের বিরুদ্ধে তারা জোর প্রতিবাদ করে আসছেন। বর্তমান বছরে যেনো ইজারাদারগণ অবৈধভাবে টোল আদায় না করতে পারে সেজন্য মান্দাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদানকৃত স্মারকলিপিতে নিম্ন লিখিত প্রস্তাবনাগুলে পেশ করা হয়েছে। যা হুবহু তুলে ধরা হলো-১.মান্দা উপজেলার প্রত্যেক হাট- বাজারের নির্ধারিত টোলের হারের তালিকা জনসম্মুখে টাঙ্গানোর ব্যাবস্থা গ্রহণ করাসহ টোল রেট রশিদে লিখতে হবে। ২.সরকার নির্ধারিত হারের বেশি টোল আদায় করা যাবে না। অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ প্রমাণিত হলে, সাথে সাথে ইজারাদারের বিরুদ্ধে অঅইনগত ব্যাবস্থা নিতে হবে। ৩. গরিব- দুঃখী পঙ্গুদের জন্য টোলের বিশেষ ছাড়ের ব্যাবস্থা করতে হবে।
বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলী মন্ডল বলেন, মান্দা উপজেলার বিভিন্ন হাট- বাজারে সরকার নির্ধারিত টোল আদায়ের দাবীতে মান্দা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এবং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়েছে। আশাকরি উপরোল্লিখিত প্রস্তাবনাগুলো সদয় বিবেচনায় নিয়ে প্রশাসন অতিদ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবেন। অন্যথায় ইজারাদারগণকে বিধি মোতাবেক টোল আদায়ে বাধ্য করার জন্য জনগনকে সাথে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
জনতার আলো/ বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.