জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার সতিহাটের গরু ব্যবসায়ী আতাব উদ্দিনকে অন্যায়ভাবে মারধরের অভিযোগে দুই গ্রাম পুলিশ (চৌকিদার) সাময়িকভাবে বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।
ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও এ ঘটনায় দুলাল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। দুলাল হোসেন উপজেলার বড়পই মন্ডল পাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে।
বরখাস্ত দুই গ্রাম পুলিশ চৌকিদার হলেন, গনেশপুর ইউনিয়নের গ্রাম পুলিশ খোরশেদ আলম (৩৫) ও আমিনুল ইসলাম (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় হাটের মধ্যে গরু ব্যবসায়ী আতাব উদ্দিনকে কয়েকজন যুবক ও ওই দুই গ্রাম পুলিশ মারপিট করে।
এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনসাধারণ ওই গ্রাম পুলিশদের বিচার চেয়ে স্লোগান দিতে থাকেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার (মান্দা সার্কেল) হাফিজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেইসঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মাহবুব আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনতার আলো/বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.