জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় এ উপজেলার মোট ১১টি স্কুল এ্যান্ড কলেজ, ১৪ টি জেনারেল কলেজ থেকে ২ হাজার ১৮৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২হাজার ১২৪ জন পাশসহ ৪৩২ জন জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে ১২ টি বি.এম কলেজ থেকে ৪৮৫ জন পরীক্ষা দিয়ে ৪৬৭ জন পাশসহ ৮১ জন জিপিএ-৫ পেয়েছে এবং ৯টি আলিম মাদ্রাসা থেকে সর্বমোট ১৭৬ জন পরীক্ষা দিয়ে ১৫০ পাশসহ ৮১ জন জিপিএ-৫ পেয়েছে। তন্মধ্যে ‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’ এর শিক্ষার্থীরা শতভাগ পাশ করার পাশাপাশি ১০২ জন জিপিএ-৫ পাওয়ায় প্রথম স্থান অর্জন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,শতভাগ পাশ ও সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সেগুলো হলো-‘মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ’ থেকে ২৫২ জন পরীক্ষা দিয়ে সকলেই পাশ করেছে তন্মধ্যে ১০২ জন জিপিএ-৫ পেয়েছে এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১২১ পরীক্ষা দিয়ে ১২০ পাশ করেছে। তন্মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন । জেনারেল কলেজের মধ্যে শতভাগ পাশ ও সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান সেগুলো হলো-‘ফতেপুর কলিমুদ্দিন কলেজ’ থেকে ১১৪ জন পরীক্ষা দিয়ে ১১৩ জন পাশ করেছে। তন্মধ্যে ২৫ জন জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ থেকে ৪৩৫ জন পরীক্ষা দিয়ে ৪২৯জন পাশ করেছে। তন্মধ্যে ৬৯ জন জিপিএ-৫ পেয়েছে,চকউলী ডিগ্রি কলেজ থেকে ১৭২ জন পরীক্ষা দিয়ে ১৬৬ জন পাশ করেছে। তন্মধ্যে ৩৫ জন জিপিএ-৫ পেয়েছে এবং দাসপাড়া ডিগ্রি কলেজ থেকে ২০৩ জন পরীক্ষা দিয়ে ১৯৬ জন পাশ করেছে। তন্মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া উত্তরা ডিগ্রী কলেজ এবং বি.এন.বি আইডিয়াল কলেজসহ অন্যান্য সকল কলেজের ফলাফলও ভালো।
এ বিষয়ে ‘মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম,মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার মহন্ত, গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম, দাসপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সালামসহ অন্যান্য প্রতিষ্ঠান প্রধানগণ বলেন যে,আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করায় আমরা অনেক খুশি। আগামীতেও এ ধারাবাহিতা রক্ষার্থে আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক এবং শিক্ষা অফিসার শাহ্ আলম সেখ বলেন, প্রতিষ্ঠানগুলো এতো সুন্দর ফলাফল করায় তাদের সকলকে অভিনন্দন । সেই সাথে শিক্ষকদের ধন্যবাদ জানাই। কারণ ওইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাল ফলাফলের পেছনে শিক্ষকদের যথেষ্ট অবদান রয়েছে।
জনতার আলো/ সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.