জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলায় বস্ত্র ও পাট মন্ত্রী মুহা: ইমাজ উদ্দিন প্রামানিকের পক্ষ থেকে উপজেলা আওয়ামীলীগ ছাত্রীদের মাঝে ব্যতিক্রমী শীত বস্ত্র বিতরণ করেছেন।
মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে ছাত্রীদের মাঝে মানসম্মত চাদর উপহার দেয়া হয়। মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে ২’শ ৫পিচ চাদর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক অনুপ কুমার মহন্তের প্রাণবন্ত উপস্থাপনায় এবং অধ্যক্ষ মো. আলমগীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এমদাদুল হক মোল্লা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক স. ম. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও গোটগাড়ী শহীদ মামুন হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম, বিটিবি নিউজের সম্পাদক ও প্রকাশক মো. আব্দুল বারি খান, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, সাংবাদিক পালাশ চন্দ্র, মাহবুবুজ্জামান সেতু।
প্রধান অতিথি তার বক্তৃতায় উপস্থিত ছাত্রীদের উৎজ্জ্বীবিত করতে তাদেরকে তার সাথে সমকন্ঠে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান দিতে বলে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে অনুষ্ঠানস্থল।
এর সাথে নৌকা প্রতীকে আগামী জাতীয় নির্বাচনে ভোট প্রার্থনা করেন শিক্ষার্থীর মাধ্যমে তাদের নিজ নিজ অভিভাবক ও প্রতিবেশির কাছে। বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিকের দেওয়া ৬’শ ৫০ পিচ চাদর উপজেলার ১৪টি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে জানা গেছে।
জনতার আলো/শুক্রবার, ০৯ ফেব্রুয়ারি ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.