জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার বিকেলে মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এম পি মহোদয়ের সেচ্ছাধীন ত্রাণ তহবিল হতে অনুদান মঞ্জুরী বাবদ হতদরিদ্রদের মাঝে নগদ টাকা ও চেক বিতরণ করা হয়েছে। মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে এসব নগদ টাকা ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এম পি। বিশেষ অতিথি ছিলেন মান্দা উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, সাধারণ সম্পাদক স ম জসিম উদ্দিন, মান্দা উপজেলা ভূমি কর্মকর্তা ফয়সাল আহমেদ, মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
জনতার আলো/মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০১৮/দানেজ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.