জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, নওগাঁ : নওগাঁর মান্দায় “রামনগর উচ্চ বিদ্যালয়” এর ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টার পর্যন্ত নুরুল্যাবাদ ইউনিয়নের রামনগর উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে চলে একটানা ভোটগ্রহণ ।
এ নির্বাচনে অভিভাবক সদস্য হিসেবে ১০ জনের মধ্যে ৬২ টি ভোট পেয়ে লুৎফর রহমান মৃধা , ৬১ টি ভোট পেয়ে সাখাওয়াত হোসেন , ৫৯ টি ভোট পেয়ে কাজল কুমার প্রামানিক এবং ৫৪ টি ভোট পেয়ে তোফাজ্জল হোসেন মোল্যা , শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বুলবুল আহমেদ ও অনিল কুমার মন্ডল এবং মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তহমিনা খাতুন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, রামনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২১৫ জন। এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মান্দা উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার পবিত্র কুমার সরকার ।
জনতার আলো/ বৃহস্পতিবার, ০৭ এপ্রিল ২০২২/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.