জনতার আলো, তৌকির আহাম্মেদ হাসু, জেলা ব্যুরো চীফ, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে হত্যা মামলা তুলে না নেয়ার জের ধরে দু-পক্ষের বসত ঘরে অগ্নী সংযোগে ২৫টি বসত ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। উভয় পক্ষের মারপিটে আহত হয়েছেন ১০ জন। গতকাল শুক্রবার সকাল উপজেলার নরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পুলিশ,স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া গ্রামের ৭নং ওর্য়াড় আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম আকন্দের ছেলে জাহিদুল ইসলাম কে একই গ্রামের তোফাজ্জল হোসেন,হারুন তার লোকজন বালু উত্তোলন কে কেন্দ্র করে চলতি বছরের ৩১ শে মে কুপিয়ে খুন করে।ওই খুন মামলা তোফাজ্জল হোসেন জেলহাজতে ধাকায় তার পক্ষে ফরহাদ,মঞ্জু,আলম প্রত্যাহারের দাবীতে বাদীর পরিবারকে বাড়ী ঘর থেকে বের খুন জখম করবে বলে হুমকি দিলেও তারা মামালা প্রত্যাহার করেনি।ওই হত্যা মামলা প্রত্যাহার না করার জের ধরে ফরহাদ,মঞ্জু,আলম সহ ১০/১৫ জন লোক নরপাড়া শাহজাহান ও মান্নানের বাড়ীর মাঝ পথে উৎপেতে থেকে মোস্তফা ও তার চাচাত ভাই ইউসুফ কে মারপিট ও কুপিয়ে গুরুত্বরঅজ্ঞান অবস্থায় ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের পরিবার পরিজনকে খবর দিলে দু-গ্রপে সংর্ষ বাধে।
সংঘর্ষে ইউসুফ আকন্দ(২৭)সুরাইয়া(৪০) মোস্তফা (২৬) জনি(১৮) নুর ইসলাম(৬৫) জনি(১৮) ইব্রাহীম আকন্দ(৩১) আক্তার হোসেন(৬৫)শরীফ আকন্দ(২৬) কে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুর আহত ইউসুফ আকন্দ (২৭) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের আনা হলে তার অবস্থা বেগতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মারপিট ঘটনাকে আড়াল করতে তোফাজ্জল হোসেন ও আবু সাইদের তার পরিবার পরিজনের নিজেদের বসত ঘরে নিজেরাই অগ্নী সংযোগ সহ হত্যা মামলার বাদীর পরিবারের মুক্তিযোদ্ধা সেকান্দর আলী,আনিছুর রহমান এবং আমজাদ হোসেনের ঘর সহ ২৫টি ঘরে অগ্নী সংযোগ করা হয়েছে বলে এক অপরকে দায়ী করছেন। দু –গ্র“পের মাঝে রক্তক্ষয়ী সংর্ঘষ ও উত্তেজনায় ধাওয়া পাল্টা ধাওয়ার রুপ নিলে পরিস্থিতী নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাদানো গ্যাস ছোড়ে। এ ঘটনায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান ও জামালপুর র্যাব -১৪ এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মাজেদুর রহমান বলেন,পরিস্থিতী নিয়ন্ত্রনে আনতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। অগ্নী সংযোগ ও মারপিট ঘটনার অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।
জনতার আলো/শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.