জনতার আলো, ইকবাল হোসেন জীবন, মিরসরাই প্রতিনিধি: মিরসরাই উপজেলার বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় এস আলম পরিবহনের একটি বাস দুমড়ে মুচড়ে গেছে। এতে এক জন নিতহ হয়েছেন ও আহত হয়েছেন অন্তত বাসের ২০ যাত্রী।
রোববার ভোর ৪টায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী বিজয় এক্সেপ্রেস ট্রেনের সঙ্গে খাগড়াছড়ি মুখি এস আলম পরিবহনের বাসের সাথে সংঘর্ষ হয়। নিহত ব্যাক্তির নাম সুনিমল চাকমা (৫৫)। সে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহ-কারী অফিসার পদে নিয়োজিত ছিলেন। তার বাড়ি জেলার পানখাইয়াপাড়া গ্রামের।
আহতরা হলেন, খাগড়াছড়ি জেলার কন্যানপুর গ্রামের দিপ্তি চাকমা (৫৬), কর্ম বিকাশ চাকমা (৬০), খাগড়াছড়ি সদর বাদু ত্রিপুরা (২৩), জেলার কমদরসুল গ্রামের নিরুদয় চাকমা (২৯), খাগড়াছড়ি সদর সুজন ত্রিপুরা (২৮), জেলার কল্যানপুর গ্রামের প্রমি ত্রিপুরা (২৪), জেলার দিঘিনালা গ্রামের লোকমান দেওয়ান (২৩), জেলার মহাজনছড়া গ্রামের পুমল চাকমা (৬০), মিনা চাকমা (৩৫), খাগড়াছড়ি সদর কুসুম বীথি (৬০), জেকি ত্রিপুরা (৩২), রামগড় উত্তর গর্জন তলী মো. আব্দুল করিম (২৭), খাগড়াছড়ি জেলার সুজন ত্রিপুর (২৮), খাগড়াছড়ি জেলার পন খাইয়া পাড়া গ্রামের মঙ শ্রীপু মারমা (৪৭), শান্তিবাগ পদুয়াখালি মো. মারুফ হোসেন (২৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা গ্রামের লিটন চাকমা (২৪), ভাইবোন ছড়া গ্রামের বামিষ্ট ত্রিপুর (১৯)। এছাড়াও অজ্ঞাত আরও দুইজন আহত হয়েছেন। তাদের নাম পাওয়া যায়নি।
মিরসরাই ফায়ার সার্ভিস ষ্টেশনের ইন্সেপেক্টর রবিউল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাতদের উদ্ধার তৎপরতা চালায়। এতে সুনিমল চাকমা নামে এক বাস যাত্রী ঘটনা স্থলে মৃত্যুবরণ করেন। আহত হয়েছে আরও ২০ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্থাস্যকমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়েছে।
রেলওয়ের ওই ক্রসিংয়ে গিয়ে অভিযুক্ত গেটম্যান মো. আরিফকে পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত এলাকা থেকে এস আলম পরিবহনের যাত্রী এক বিজিবি কর্মকর্তা জানান, বাসটি ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসে। যাত্রী ছিল ৩০ জনের মতো।
চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার বলেন, খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছি। এই বিষয়ে চার সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গেটম্যানের অবহেলার কথা আমরাও শুনেছি। বাকিটা তদন্ত পরে জানা যাবে।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোক্তার হোসেন দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার কবল এলাকা থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
জনতার আলো/রবিবার, ০২ সেপ্টেম্বর ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.