জনতার অালো, মুন্সিগঞ্জ ব্যুরো চীফ : মুন্সিগঞ্জ-২ আসনে মনোনয়পত্র জমাদানের সময় দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে। এসময় দুই পুলিশ সহ দুই পক্ষে ১০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে।
বুধবার দুপুরে টঙ্গীবাড়ী বাজারে এলাকায় পুলিশের উপস্থিতেই এ ঘটনা ঘটে।
লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলা নিয়ে গঠিত আসনে এবার বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা এবং শাহ সৈয়দ সরোয়ার।
বেলা ১২টার দিকে মিজানুর রহমান সিনহা টঙ্গীবাড়ী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। তার সঙ্গে জেলা বিএনপির সহ-সভাপতি রিপন মল্লিকের রাজনৈতিক বিরোধ চলে আসছিল। আর এই নেতার কয়েকশ অনুসারী সিনহা সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিনহা সমর্থকদের লাঠিসোঠা নিয়ে ধাওয়া করে মল্লিকের সমর্থকরা। সিনহান সমর্থকরা রুখে দাঁড়ালে দুই পক্ষে শুরু হয় সংঘর্ষ।
মল্লিকের সমর্থকরা এক পর্যায়ে সিনহার গাড়ি লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল ছুড়ে। তার ল্যান্ড ক্রোজার মডেলের গাড়িটি ভাঙচুরও করা হয়। এ সময় চালক গাড়িটি উপজেলা কমপ্লেক্সে ঢুকিয়ে দেন।
এর পরেও দুই পক্ষের সংর্ঘষ চলতে থাকে। এ সময় অন্তত ১২টি ককটেল বিস্ফোরণ ও বন্দুকের গুলির আওয়াজ পাওয়া যায়। আহত হয় দুই পুলিশ সদস্যও। পরে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নিয়ে যাওয়া হয় টঙ্গীবাড়ী হাসপাতালে।
পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মোল্লা ও এক যুবদল নেতাসহ ১৫ জনকে আটক করে। অন্যরা হলেন: শাহাদাত, আমির হোসেন, সানি, বিপ্লব, আলামিন, জনি, এরশাদ, মিজানুর , শহীদ। সেখান থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।
এর মধ্যেই উপজেলা রির্টানিং কর্মকর্তা হাছিনা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেন সিনহা।
মিজানুর রহমান সিনহা জনতার অালোকে বলেন, ‘মনোনয়নপত্র জমা দিতে আসলে আমার সমর্থকদের উপর হামলা চালাই একপক্ষ। এর বেশি কিছু বলতে চাই না ।
তবে বিএনপি নেতা রিপন মল্লিক জনতার অালোকে বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো সম্পৃক্ততা নেই। শুনলাম মিজান সিনহার সমর্থ দেলোয়ার হোসেন দেলু আমার এক কর্মীকে বকাঝকা করলে আমার সমর্থকার প্রতিবাদ করে। এসময় আমার লোকদের উপর হামলা চালায় তারা।’
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আওলাদ হোসেন বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.