জনতার অালো, মোঃ নাজমুল ইসলাম পিন্টু, জেলা ব্যুরো চীফ মুন্সিগঞ্জ : মুন্সীগঞ্জে এবছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পাশের হার ৭৪.২৫% ও মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ পরীক্ষার্থী।
মুন্সিগঞ্জ জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, ৯৫.৫৪% পাশের হার ও জিপিএ৫- ১০ টি নিয়ে মুুুন্সীগঞ্জ জেলায় বরাবরের মত প্রথম স্থান অর্জন করেছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । ৯১.৯২% পাশের হার ও জিপিএ৫- ৯টি নিয়ে জেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে লৌহজং কলেজ এবং ৭৯.১৮% পাশের হার ও জিপিএ৫ -২টি নিয়ে জেলায় তৃতীয় স্থান অর্জন করেছে আদর্শ কলেজ ।
এছাড়াও মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম হাজী আমজাদ আলী কলেজ ৭৭.৭২% পাশের হার ও জিপিএ৫- ২টি , সরকারি হরগঙ্গা কলেজ ৬০.৬৭% পাশের হার ও জিপিএ৫ -৭টি, মুন্সীগঞ্জ কলেজ ৬০.০০% পাশের হার, রামপাল কলেজ ৫৫.২০% পাশের হার ও জিপিএ৫ -১টি , মুন্সীগঞ্জ সরকারি মহিলা কলেজ ৪৯.৭০% পাশের হার।
সিরাজদিখান উপজেলার আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজ ৬৫.২২% পাশের হার, বিক্রমপুর আদর্শ কলেজ ৬২.৯৪% পাশের হার, বিক্রমপুর কে.বি কলেজ ৪৮.৯০% পাশের হার, চিত্রকোট মডেল স্কুল এন্ড কলেজ ৭৩.৬৮% পাশের হার, মালখানগর কলেজ ৬৭.৪২% পাশের হার।
টঙ্গীবাড়ি উপজেলার বালিখাঁও আমজাদ আলী কলেজ ৬০.৬১% পাশের হার ও জিপিএ৫- ১টি, সেরাজাবাদ রানা শফিউল্লাহ কলেজ ৫৬.৬৪% পাশের হার ও জিপিএ৫ -২টি, বিক্রমপুর-টঙ্গীবাড়ি কলেজ ৫১.৩৬% পাশের হার।
গজারিয়া উপজেলার বালুকান্দি ডা. আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজ ৪০.০০% পাশের হার, সরকারি গজারিয়া কলেজ ৩২.২৭% পাশের হার ও জিপিএ৫ ১টি, গজারিয়া কালিমউল্লাহ কলেজ ৩৯.২৬% পাশের হার।
লৌহজং উপজেলার মেদিনীমন্ডল গার্লস কলেজ ১০০% পাশের হার (পরীক্ষার্থী মাত্র ৪ জন)
শ্রীনগর উপজেলার, ভাগ্যকুল হরেন্দ্র লাল স্কুল এন্ড কলেজ ৭২.৫০% পাশের হার , খাহ্রা আদর্শ কলেজ শ্রীনগর সরকারী কলেজ ৬৪.৭৯% পাশের হার ও জিপিএ৫- ১টি, হাসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ ৭০.০০% পাশের হার, রাঢ়ীখাল জেসিবোস কলেজ ৬৪.৬৩% পাশের হার, বাড়ৈগাঁও ইসলামিয়া স্কুল এন্ড কলেজ ৫০.০০% পাশের হার , শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ ৩১.৩৩% পাশের হার।
এছাড়াও এইচএসসি (কারিগরী) পরীক্ষায় ৫টি প্রতিষ্ঠানের মোট পাশের হার ৭১.১১% পাশ করেছেন ৯৬জন শিক্ষার্থী ও জিপিএ-৫ পেয়েছে ২জন। এর মধ্যে মুন্সীগঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজ পাশের হার ১০০%, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পাশের হার ৪৭.০৬%, মালখানগর কলেজ উর্ত্তীণ ০ ( পরিক্ষার্থী ছিল ১জন), বিক্রমপুর কেবি ডিগ্রি মহাবিদ্যালয় পাশের হার ৯৫.৬৫%, সমসপুর বিজনেজ ম্যানেজম্যান্ট ইন্সটিটিউট পাশের হার ৯৫% ।
এদিকে এবছর মুন্সীগঞ্জের ৬টি উপজেলায় আলিম পরীক্ষায় মাদ্রাসার মোট পাশের হার ৯৩.০৪% জিপিএ-৫ পেয়েছে ২জন।
উল্লেখ্য যে, গত ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত্বীয় পরীক্ষা চলে গত ১৩ মে পর্যন্ত। আর ১৪ থেকে ২৩ মের মধ্যে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।
জনতার আলো/শুক্রবার, ২০ জুলাই ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.