জনতার আলো, ফরিদ উদ্দিন মুপ্তি, জেলা ব্যুরো চীফ, মাদারীপুর: মাদারীপুর জেলার সদর উপজেলায় ভুইয়া কমিনিটি সেন্টারে খেলা দেখার এক পর্যায় মেসিকে গালাগালি দেয়ার প্রতিবাদ করায় অন্য দলের সমর্থকদের হাতে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য রফিকুল ইসলাম লিটন। সে একই উপজেলার বাদামতলা এলাকার সেকেন্দার আলী সিকদারের ছেলে।
আর্জেন্টিনার সমর্থক, মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য গতকাল রাত দুইটার দিকে উরুগুয়ে ও পুর্তগালের খেলে দেখে ভুইয়া কমিনিটি সেন্টার থেকে বাসায় ফিরছিল তখন কিছু অন্য দলের সমর্থকরা আর্জেন্টিনার সেরা খেলোয়ার মেসিকে গালিগালাছ করছিল। তখন লিটন তাদেরকে ভালোভাবেই বলে অন্য দেশের খেলোয়াড় এবং বিশ্বে মধ্যে একজন জনপ্রিয় খেলোয়াড়কে এভাবে গালিগালাছ করা ঠিক না। এরপর তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, পরে অবশ্য লিটন বাসায় চলে যায়। কিন্তু কিছুক্ষন পর বাসা থেকে কৌশলে ডেকে এনে কয়েকজন মিলে এলোপাতারী পিটিয়ে গুরুত্বর আহত করে ফেলে চলে যায়। পরে লিটনের বাসার লোকজন আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে রবিবার সকালে ভুইয়া বাড়ী ৫জনকে আসামী করে একটি মামলা করা হয়েছে।
আহত লিটন সিকদার বলেন, আমি সমর্থক তার জন্য আমি তাকে কিছু বলি নাই বরং সে আমাকে উদ্দেশ্য করে মেসিকে গালাগাল দিচ্ছে, তাই আমি প্রতিবাদ করেছি। তবে কথা কাটাকাটির একপর্যায় আমি বাসায় চলে আসি। বাসার আসারও কিছুক্ষন পর জেলা ক্রিড়া সংস্থার আর ্এক সদস্য নিশাত ভূইয়া আমাকে বাসা থেকে বাহিরে ডেকে নিয়ে কয়েকজন মিলে আমাকে পিটিয়ে আহত করে ফেলে যায়। আমি এর কঠিন বিচার চাই।
মনিরুল ইসলাম তুষার ভুইয়ার কাছে এব্যাপারে জানতে চাইলে সে জানায় এটা একটা বানোয়াট ঘটনা, মিথ্যা ঘটনা এব্যপারে এখন আমি কিছু বলতে চাচ্ছি না।
মাদারীপুুর সদর থানা তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু নাঈম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা এব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
জনতার আলো/রবিবার, ০১ জুলাই ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.