জনতার আলো, স্পোর্টস রিপোর্টার: আইপিএলে আগের আসরে চ্যাম্পিয়ন হয়ে পরের আসরে মুখ থুবড়ে পড়ার ইতিহাস নতুন কিছু নয়। এর আগে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা রাজস্থান রয়্যালস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে টুর্নামেন্ট শেষ করেছিল নিচের সারিতে থেকে। চলতি আসরে সেই পথেই যেন হাঁটছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
এখনো পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতেছে মোস্তাফিজুর রহমানের দলটি। যার মধ্যে ৪টিই তারা হেরেছে ম্যাচের একেবারে শেষ ওভারে গিয়ে। জসপ্রিত বুমরাহ, মোস্তাফিজুর রহমানদের মতো সেরা ডেথ বোলাররা থাকা স্বত্ত্বেও, ম্যাচ শেষ করে আসতে পারছে না মুম্বাই। রোহিত শর্মা, এভিন লুইস, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়াদের মতো ব্যাটসম্যানরাও নেই সেরা ছন্দে। সবমিলিয়ে লেজেগোবরে অবস্থায় পড়েছে মুম্বাই।
এমন পরিস্থিতিতে টুর্নামেন্টে নিজেদের ৭ম ম্যাচে শক্তিশালী চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিল দুই দল। ডোয়াইন ব্রাভোর অবিশ্বাস্য ইনিংসে শেষ ওভারে ম্যাচ জিতে নেয় চেন্নাই। সে থেকেই শেষ ওভারের দশায় পড়েছে মুম্বাই। একইভাবে আরও তিনটি ম্যাচে তারা হেরেছে শেষ ওভারে গিয়ে।
চেন্নাইয়ের বিপক্ষে হার দিয়ে শুরু করা মুম্বাইকে টুর্নামেন্টে আশা বাঁচিয়ে রাখতে হলে চেন্নাইয়ের বিপক্ষেই ঘুরে দাঁড়াতে হবে। কেননা এরই মধ্যে কমপক্ষে দুটি করে জয় পেয়েছে প্রতিটি দল। পয়েন্ট তালিকার শীর্ষ ৪ দলের সবাই পেয়েছে কমপক্ষে তিনটি করে জয়।
নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে থাকা মুম্বাই খেলতে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের বিপক্ষেই। ধোনি-রাইডুদের দুর্দান্ত পারফরম্যান্সে ৬ ম্যাচের ৫টিতেই জিতেছে চেন্নাই। ফলে ঘুরে দাঁড়ানোর কাজটা খুব একটা সহজ হচ্ছে না মোস্তাফিজ-রোহিতদের। তবুও, নিজেদের শিরোপা অক্ষুণ্ণ রাখতে জয়ের বিকল্প নেই মুম্বাইয়ের সামনে।
এক্ষেত্রে মোস্তাফিজরা অনুপ্রেরণা নিতে পারেন ২০১৫ সালের আসর থেকে। সেবারও মুম্বাই ইন্ডিয়ান্স নিজেদের প্রথম ৬ ম্যাচে জয় পেয়েছিল মাত্র ১টিতে; কিন্তু এরপরের বাকি ৮ ম্যাচের ৭টিতে জিতে তারা কোয়ালিফাই করে পরের পর্বের জন্য। ২০১৫ সালের মতো এবারও প্রথম ৬ ম্যাচে মুম্বাইর একমাত্র জয়টি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষেই। পরে সেবার নিজেদের দ্বিতীয় আইপিএল শিরোপাও জিতে নেয় রোহিত শর্মার দল।
প্রথম ৬ ম্যাচে মাত্র ১টি মাত্র জয় পাওয়ায় জয়ের জন্য মরিয়া মুম্বাই। চেন্নাইয়ের বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পরাজয়ের প্রতিশোধ নিতে পারলেই বেঁচে থাকবে মুম্বাইয়ের আশা। ২০১৫ সালের অনুপ্রেরণা কাজে লাগিয়ে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হতে যাচ্ছে মুম্বাইয়ের ঘুরে দাঁড়ানোর মিশন। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।
জনতার আলো/শনিবার, ২৮ এপ্রিল ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.