জনতার আলো, দিদারুল আলম (জিসান), জেলা ব্যুরো চীফ, কক্সবাজার: কক্সবাজার রামু ক্রসিং হাইওয়ে পুলিশ মহাসড়কের যানজট মুক্ত ও সড়ক দুর্ঘটনা এড়াতে নিরলশ কাজ করে যাচ্ছে। তুলাবাগান হাইওয়ে পুলিশ ইনর্সাজ যোগদান করার পর থেকে সড়কের অনেটাই সড়ক দুর্ঘটনা কমানো ও যানজট মুক্ত হয়ে গেছে বলে মনে করেন অনেকে ।
রামুর তুলাবাগান হাইওয়ে পুলিশ দিন রাত পরিশ্রমের মাধ্যমে তাদের এরিয়া ঈদগাহ হইতে রামু বাইপাছ,লিংক রোড মোড় হইতে মরিচ্ছার লাল ব্রীজ পর্যন্ত অনেকটাই নিয়ত্রনে চলে এসেছে ।
রামুর মামুন মিয়ার বাজার জোয়ারিয়া নালার বাজার, রামু বাইপাছ, খরুলিয়া বাজার, বাংলা বাজার , কক্সবাজার এলাকার অন্যতম যানজট মোড় হচ্ছে লিংক রোড যেথানে ২৪ ঘন্টা যানজট লেগে থাকত সেখানেও এখন অনেকটাই যানজট মুক্ত।
হাইওয়ে পুলিশের লোকজন প্রতিনিয়ত লিংকরোডে উপস্থিত থাকার কারণে চিন্তায়কারী, হাইযাকার, পকেটমার, সেখানে এখন নেই বল্লেই চলে । রামুর তুলা বাগান হাইওয়ে পুলিশ সড়ক দুর্ঘটনা, যানজট মুক্ত করতে যেমন কাজ করে যাচ্ছে তেমন দুর্দান্ত গতীতে মাদকের বিরুদ্বে অভিযান অব্যাহত রেখেছে ।
টেকনাফ থেকে ভিবিন্ন যানবাহনের ঈনজিন, বড়ি, চাকাসহ গাড়ির একদম ভিতরে অবিনব কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে আসে মাদক চোরা কারবারীরা ।
টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত সেনাবাহিনী, বিজিবি, ও পুলিশ চেকপোস্ট রয়েচে অনেকগুলো। সকল চেকপোষ্টকে ফাকি দিয়ে চলে আসে যানবাহনের মাধ্যমে ইয়াবার বড় বড় চালান।
প্রশাসনের পক্ষ থেকে যানা যায় ছোট, মাঝারী , ও বড় যানবাহনগুলোতে হাজার হাজার গাড়ির জায়গা থাকার কারণে ইয়াবাগুলো কোন যায়গায় ডুখিয়ে রেখে পাচার করে জানা খুব মুশকিল । তারপর ও কোন যানবাহণকে প্রশাসনের সন্দেহ হলে গাড়ির ভিবিন্ন্ জায়গায় মাদক আছে কি’ না তল্লাশি চালানো হয় ।
সকল চেকপোস্টকে ফকি দিয়ে চলে আসলেও ইয়াবার একটি বড় চালান আটক করতে সক্ষম হয়েছে রামুর তুলা বাগান হাইওয়ে পুলিশ । গত ১৭ ই আগষ্ট ২০১৮ তুলা বাগান হাইওয়ে পুলিশ ইনসার্জ মুজাহিদুল ইসলামের নেত্রিত্বে কর্মরত হাইওয়ে পুলিশের এস.আই, চন্দন সিনহা ও হুমায়ন কবিরসহ পুলিশের লোকজন গুপন সংবাদের মাধ্যমে একটি মাইক্রো হাইয়েছে অভিনক কায়দায় গাড়ির চাঁকার মধ্যে লুকিয়ে রাখা ০১ লক্ষ ইয়াবা চালান আটক করে ।
গাড়ি নং চট্রমেট্রো-ছ ১১-১৪৫৮ গাড়ির চালক উখিয়ার ফালং খালীর হামিদুল হক এর ছেলে মোঃ বেলাল । এছাড়াও প্রতিদিন প্রতিনিয়ত ইয়াবার বিরুদ্বে যুদ্ধে নেমেছে রামুর তুলা বাগান হাইওয়ে পুলিশ ।বিদ্যুৎ গিলে খাওয়া অবৈধ টম টম যেমন হাইওয়ে মাহাসড়কে চলাচল করে পুলিশের ঘুম হারাম করে দিয়েছে।
তারা কোন আইন কানুন মানে না । টম টম ড্রইভারদের কোন ড্রাইভিং লাইসেন্স নেই । টম টম এর ও কোন বৈধ কাগজ পত্র নেই । মহাসড়কে বড় ধরনের দুর্ঘটনার জন্য একমাত্র অবৈধ টম টম দায়ী বলে মনে করেন হাই ওয়ে পুলিশ ।
অবৈধ ও বেপরোয়া অটো ও টম টম এর কারণে মহাসড়ক থেকে সড়ক দুর্ঘটনা এড়াতে ব্যহত হচ্ছে বলে জানান হাইওয়ে পুলিশ মুজাহিদুল ইসলাম ।
আর অন্য দিখে বেপরোয়া দূর পাল্লার বাস শ্যামলী, হানিফ, সোহাগ, এনাসহ বিভিন্ন নামে বেনামে চলাচলরত যান এর কারনে হিমসিম খেতে হচ্ছে হাইওয়ে পুলিশের। হাইওয়ে পুলিশকে সড়ক দুর্ঘটনা মাদক আটকসহ যানজট মুক্ত করতে দ্রত গতির শক্তি শালী গাড়ি ও জনবল বাড়ালে আলো কাজ করতে পারবেন বলে মনে করেন অনেকে ।
জনতার আলোশনিবার, ০১ সেপ্টেম্বর ২০১৮/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.