purchase Gabapentin 300 mg http://svenskaneolith.se/1651-dtse46945-odensbacken-singel-kvinna.html জনতার আলো, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দেয়া তথ্যের ভিত্তিতে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় সাত সেনাসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে ইরানপন্থী যোদ্ধাদের অস্ত্রের গুদামসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনায় মঙ্গলবার রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল।
Kopargaon বুধবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ জর থেকে শুরু করে আল-বুকামাল মরুভূমি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় অন্তত ১৮বার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
হামলায় সাত সিরীয় সেনা এবং তাদের মিত্র ১৬ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন। নিহত বিদেশি যোদ্ধাদের জাতীয়তা এখনও নিশ্চিত নয়।
এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটি।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপি’কে জানান, মার্কিনিদের দেয়া তথ্যের ভিত্তিতেই সিরিয়ায় এ হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তু স্থাপনাগুলোতে ইরানি অস্ত্র মজুত রাখা হতো। ইরানের পারমাণবিক কর্মসূচিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণের পাইপলাইন হিসেবেও ওইসব স্থাপনা ব্যবহৃত হতো বলে দাবি করেছেন এ কর্মকর্তা।
হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
গত এক সপ্তাহের মধ্যে সিরিয়ায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা। গত ৭ জানুয়ারি দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছিলেন ইরানপন্থী তিন যোদ্ধা।
ইসরায়েলি সেনাবাহিনীর বার্ষিক প্রতিবেদন অনুসারে, গত বছর সিরিয়ায় অন্তত ৫০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এপর্যন্ত দেশটিতে কয়েকশ’বার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্র: আল জাজিরা
purchase Gabapentin 300 mg জনতার আলো/ বুধবার, ১৩ জানুয়ারি ২০২১/শোভন
Your email address will not be published. Required fields are marked *
Want create site? Find Free WordPress Themes and plugins. জনতার আলো, মাহবুবুজ্জামান সেতু, জেলা ব্যুরো চীফ, more
Want create site? Find Free WordPress Themes and plugins.জনতার আলো, স্টাফ রিপোর্টার: রাজশাহী, পাবনা, নওগাঁ, more
Want create site? Find Free WordPress Themes and plugins.জনতার আলো, আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের দেয়া more
Want create site? Find Free WordPress Themes and plugins.জনতার আলো, বিনোদন ডেস্ক: দুজন একই মাধ্যমে more
Want create site? Find Free WordPress Themes and plugins.জনতার আলো, প্রান্ত পারভেজ তালুকদার: রাজধানীর মিরপুরের পল্লবী more
Want create site? Find Free WordPress Themes and plugins.জনতার আলো, প্রান্ত পারভেজ তালুকদার: ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য more