জনতার আলো, ফরিদ উদ্দিন মুপ্তি, জেলা ব্যুরো চীফ, মাদারীপুর: বিএনপি ২৫ জনের মতো নির্বাচনে প্রতিনিধি মনোয়ন দিয়েছে যারা যুদ্ধ অপরাধীর সন্তান, রাজাকার ও জামাতে ছিল । তারা চিহ্নিত যুদ্ধঅরাধীদের নির্বাচনে প্রার্থী করেছেন। এর মধ্যে থেকে কি প্রমানিত হয়না তারা জঙ্গি ,সন্ত্রাস, রাজাকার খুনাখুনি, আবার এই দেশে আনতে চায়, সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচিত করতে চায়। তারা আবারও পাকিস্তানি ভাবধারা এই দেশ পরিচালনা করতে চায়। দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রিটানিং অফিসারের জাতীয় নির্বচানের মাদারীপুর-২ আসনের প্রার্থীতা যাচাই-বাছাই অংশগ্রহন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এক কথা বলেন।
নৌপরিবহন মন্ত্রী আরও বলেন, যারা বিরোধীদলে থাকে তারা নানা ভাবে চাপ সৃষ্টি করার জন্য বিভিন্ন অভিযোগ করে থাকে। এই অভিযোগ সত্য নয়। যেগুলো সত্য হবে সেগুলো আইন অনুযায়ী নির্বাচন অফিস ব্যবস্থা নেবে। আওয়ামীলীগ জোর করে নির্বাচনের বিজয় নেবে না। জনগন যদি আওয়ামীলীগকে ভোট দেয় তাহলে আমরা আবারও সরকার গঠন করতে পারবো।
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের জন্য যে উন্নায়ন করেছে। জঙ্গি দমন করেছে। সন্ত্রাস প্রতিরোধ করেছেন। এখন মাদক মুক্ত করার জন্য প্রতিক্ষা করেছেন। আর দেশের মঙ্গলজনক কাজ আমাদের শেখ হাসিনা করেছে তাই আবারও আওয়ামীলীগ সরকার গঠন করবে। এবং রাজাকার মুক্ত একটি সংসদ উপহার আমরা দিতে পারবো। এসময় নৌপরিবহন মন্ত্রীর সাথে ছিলেন, সাবেক পৌর মেয়র মো. খলিলুর রহমান , জেলা আওয়ামীলগের সহ সভাপতি জাহাঙ্গির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবির মাহমুদ তানভির প্রমুখ।
জনতার আলো/রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮/দানেজ