buy modafinil worldwide buy Pregabalin uk Budaörs জনতার আলো, স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের পরিকল্পনা করেছে সরকার। একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সশরীরে এসে শ্রদ্ধা জানানোর সম্ভাবনা রয়েছে।
Masindi সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানা গেছে। ইতোমধ্যে গত ১৮ জানুয়ারি আন্তঃমন্ত্রণালয় সভায় শহীদ দিবস উদযাপনের খসড়া কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। এই খসড়া কর্মসূচি প্রধানমন্ত্রীর অনুমোদনে জন্য পাঠানোও হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অনুষ্ঠান) অসীম কুমার দে বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা সমুন্নত রাখতে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে সব প্রতিষ্ঠান, সংগঠন, ব্যক্তি ও জনসাধারণ যাতে শৃঙ্খলা বজায় রাখে এবং বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় প্রতিটি সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচ জন প্রতিনিধি এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ দুই জনের বেশি যেন শহীদ মিনারে না যান সেই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উদযাপন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট সবাই এই বিষয়ে একমত পোষণ করেছে।’
যুগ্মসচিব বলেন, ‘আন্তঃমন্ত্রণালয় সভায় নেয়ার খসড়া কর্মসূচি অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।’
একুশে ফেব্রুয়ারি উদযাপনের খসড়া কর্মসূচিতে বলা হয়েছে, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। শহীদ মিনারের সব প্রবেশমুখে হাত ধোয়ার জন্য বেসিন ও লিকুইড সাবান রাখতে হবে। মাস্ক পড়া ছাড়া কাউকে শহীদ মিনার চত্বরে প্রবেশ করতে দেয়া হবে না। শহীদ মিনার চত্বরে শৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত সংখ্যক স্কাউট/গার্লস গাইড/স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তাদের কাছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সরবরাহ করতে হবে; যাতে শহীদ মিনারে আসা জনসাধারণ হ্যান্ড স্যানিটাইজ করে শহীদ মিনারে প্রবেশ করতে পারেন।
buy modafinil worldwide buy Pregabalin uk জনতার আলো/ রবিবার, ৩১ জানুয়ারি ২০২১/শোভন
Your email address will not be published. Required fields are marked *