জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আজ রাজধানী ঢাকা ও এর আশপাশের কয়েকটি এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তিতাস।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত টঙ্গী টিবিএস হতে ভাদামগামী সড়কের পিএসআইজি লাইনের ওপর সংযুক্ত স্কুইব রোড, ভাদাম, মুদাফা এলাকার সব গ্রাহকের গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের সময় আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
জনতার আলো/শনিবার, ১৮ নভেম্বর ২০২৩/শোভন
আপনার মতামত লিখুন :