জনতার আলো, ইবি প্রতিনিধি : প্রেমিকার উদ্দেশ্যে রক্তে মাখা চিরকুট লিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সায়েম খাঁন নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী শেখপাড়া বাজারের মা মঞ্জিলের (মেস) নিচ তলার কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে শৈলকূপা থানা পুলিশ।
সায়েম ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আজিয়া গ্রামের মো. আজম খানের ছেলে বলে জানা যায়।
মেসের অন্য সদস্যদের ভাষ্যমতে, মেসের নিচতলার এক কক্ষে একাই থাকত সায়েম। মঙ্গলবার দুপুরে তার সাথে শেষ কথা হয়। বিকেলে তার কক্ষের কাছে গেলে ভিতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। সে ঘুমিয়েছে ভেবে ডাকাডাকি না করে চলে যাই।
পরে সন্ধ্যা পেরিয়ে রাত হলেও দরজা বন্ধ দেখে আমাদের সন্দেহ হয়। রাতে দরজার নিচের ফাঁকা স্থান দিয়ে সাঈমের পা ঝুলে থাকতে দেখে সবাইকে ডাকতে শুরু করি। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ও শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন এসে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে ফ্যানের সাথে ঝুলানো সায়েমের লাশ দেখতে পাওয়া। এসময় তার বিছানার উপর পড়ে থাকা ডায়েরিতে তিন পাতার চিরকুট লেখা পাওয়া যায়।
ডায়রিতে লেখা চিরকুট দেখে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সায়েম আত্মহত্যা করেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবর রহমান বলেন,‘ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক ও হৃদয়বিধায়ক। কোন শিক্ষার্থী যেন তার জীবনে এ রকম কাজ না করে।’
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘দরজা ভেঙ্গে সায়েমের কক্ষের ভিতরে প্রবেশ করা হয়েছে। সুতরাং সায়েম আত্মহত্যা করেছে এটা নিঃসন্দেহে বলা যায়। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।’
জনতার আলো/বুধবার, ১৮ এপ্রিল ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.