জনতার আলো, মোঃ প্রান্ত পারভেজ তালুকদার : রাজধানীর বাজার অলিগলি ও ভ্যানগাড়িতে বিক্রি হচ্ছে নকল এবং ভ্যাজাল মটরশুঁটি নামক বিষ।মানুষের সুস্বাদু খাবারকে পুজিকরে চালিয়ে যাচ্ছে এ ধরণের প্রতারনা ব্যবসা। প্রশাসনের চোখকে ফাঁকি দীয়ে এ ধরণের খাবার নামক বিষ বিক্রি করে যাচ্ছে একটি কুচক্রী মহল। মটরশুঁটিপাওয়া যায় শুধু মাত্র শীতকালীন সবজি হিসাবে বছরে এক থেকে দেরমাস। আর এ প্রতারক চক্রটি সারা বছর বিক্রি করছে নিজেদের হাতে কেমিক্যাল দিয়ে বানানো বিষাক্ত এই মটরশুঁটি।
উপাদান :
কেমিক্যাল, সোডা ও সাদা ডাবলীবুটে মটরশুঁটির কালার রং আরও অনেক ধরণের অস্বাস্থ্যকরজিনিস দিয়ে রাতভর পানিতে ভিজিয়ে রেখে তৈরি করছে মটরশুঁটি নামক বিষাক্ত খাবার।সরেজমিনে ঘুরে দেখা যায় পল্লবী থানাস্থ এলাকায় এধরনের অনেক ব্যবসায়ী রয়েছে।এদের তৈরি বিষাক্ত এই মটরশুঁটি ভ্যানগাড়িতে বিক্রি করছে পুর রাজধানী জুড়ে, ছড়াচ্ছে রোগ। চক্রটি হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।
যেভাবে হাতিয়ে নিচ্ছে টাকা :
বাজার থেকে ডাবলীবুট ক্রয় করছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে কিনে সেগুলোকে অস্বাস্থ্যকরপরিবেশে কেমিক্যাল দ্বারা পানিতে ভিজিয়ে ফুলানো হয়।১কেজি ডাবলী কেমিক্যাল রং দ্বারাভিজিয়ে রাখলে সেগুলো ২ থেকে ৩ কেজি ওজন হয়ে যায়। আর এগুলি মটরশুঁটি নামে বিক্রি করছে ৮০ থেকে ১০০টাকা কেজি দরে।এ ধরণের মটরশুঁটি খেলে মানুষের দেহে রোগ জীবাণু যেমন চর্ম, অ্যাজমা, লিভার সহ এমন কি ক্যানসারের মত মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্বভনারয়েছে।
এ ধরণের প্রতারনা কারীদের প্রচলিত আইনের আওতায় এনে শাস্তি প্রধান করা উচিত। তাই আমরা সকলে মিলে ভ্যাজাল খাবার উৎপাদন কারীদেরকে ধরে আইনের আওতায় আনতে সহযোগিতা করি।
এবং এ ধরণের প্রতারক চক্রের হাত থেকে দেশ ও জাতীকে রক্ষ্যায় এগিয়ে আসি। আমরা এধরনের বিষাক্ত খাবার কেনা ও খাওয়া থেকে বিরত থাকি।
জনতার আলো/সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.