জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকদ্রব্যসহ ২৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আটকরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত বলে দাবি পুলিশের।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ওবায়দুর রহমান জানান, আটকদের হেফাজত হতে ৩৩৮ পিস ইয়াবা, ৩০৯ গ্রাম হেরোইন ও ১ কেজি ৫৯৬ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে বলেও জানান তিনি।
জনতার আলো/বৃহস্পতিবার, ০৩ জানুয়ারি ২০১৯/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.