জনতার আলো, মো. সাব্বির হোসেন: রাজধানীর আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায় বলে জানায় নিয়ন্ত্রণ কক্ষ।
আগুন এর বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার সংবাদ পাই। তবে আমাদের আগুন নেভানোর কাজ করতে হয়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেছে।
প্রত্যক্ষ সূত্রের দাবি, মিরপুর-১০ থেকে ৩ জন দুর্বৃত্ত যাত্রী সেজে বিহঙ্গ বাসটিতে চড়ে। বাসটি তালতলায় আসার পর হঠাৎ আগুন দিয়ে দুইজন পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। এসময় অপর একজনকে ধরে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এর একদিন আগেই বাসে আগুন দেয়ার ঘটনা ঘটলো।
জনতার আলো/শনিবার, ১৮ নভেম্বর ২০২৩/শোভোন
আপনার মতামত লিখুন :