জনতার আলো, অর্থ ও বাণিজ্য ডেস্ক : রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে সবজির দাম দিন দিন বেড়েই চলেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে।
শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট, ধানমন্ডি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বেগুন বিক্রি হয়েছে প্রকারভেদে ৬৫ থেকে ৭৫ টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা, পেঁপে ৬০ টাকা, পটল ৫০ টাকা, ঢেরস ৪০ টাকা, করলা ৫০ টাকা, কাকরোল ৮০ টাকা, দেশি টমেটো ৫০ টাকা, গাজর ৫০ থেকে ৬০ টাকা, শসা ৫০ টাকা, খিরা ৯০ টাকা, মূলা ৬৫ টাকা, আলু ২০ টাকা, প্রতি পিস বাঁধাকপি ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৪৫ টাকা, বরবটি ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পেঁয়াজ পাতা এক আঁটি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে।
এছাড়া এক আঁটি লাল শাক ২০ থেকে ২৫ টাকা ও ধনিয়াপাতা ১৪০ টাকা কেজি, কাচ কলা হালি ৩০ থেকে ৩৫ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা। এছাড়া কচু ৪০ টাকা, লেবু হালি ৩০ টাকা।
এদিকে অপরিবর্তিত রয়েছে গরু, খাসি, এবং মুরগির মাংসের দাম। প্রতি কেজি গরুর মাংস ৫০০ টাকা, খাসির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, ব্রয়লার মুরগি ১৪০ টাকা, দেশি মুরগি ২৪০ টাকা কেজি, লেয়ার মুরগি প্রতি পিস আকারভেদে ১৫০ থেকে ২২০ টাকা ও পাকিস্তানি মুরগি ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
জনতার আলো/শুক্রবার, ১১ মে ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.