জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উল্টোপাশের রাস্তায় এক অজ্ঞাত নারীর গলা থেকে নাভী পর্যন্ত শরীরের অংশ পাওয়া গেছে। সোমবার সকালে খণ্ডিত লাশটি উদ্ধার করা হয়।
এদিকে রবিবার দিবাগত রাতে রমনা থানা পুলিশ কাটা হাত ও পা উদ্ধার করেছে। হাতে একটি চুড়ি পরিহিত থাকায় পুলিশের ধারণা কাফরুলে উদ্ধার হওয়া নারীর শরীরের অংশ এটা।
মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা জানান, ‘তেজগাঁও বিমানবাহিনীর ১৩ নম্বর গেটের পাশে পরিত্যাক্ত ব্যাগে গলা থেকে নাভী পর্যন্ত নারী শরীরের অংশ পাওয়া গেছে। শরীরের সঙ্গে হাত মাথা ও পা কিছুই ছিল না। পরে লাশটি উদ্ধার করে সৌহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।
কাফরুল থানা পুলিশ সূত্র জানায়, পথচারীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি পরিত্যাক্ত ব্যাগ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে অজ্ঞাতপরিচয় নারীর মাথাবিহীন মরদেহ দেখতে পায়।
এদিকে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ জানান, ‘রবিবার দিবাগত রাত এগারোটার দিকে বাংলামটর ওয়্যারলেসগেট থেকে ফ্লাইওভারের দিকে যাবার পথে সাদা একটি আটার বস্তায় হাত ও পা পাওয়া যায়। হাতে একটি চুড়ি থাকায় ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া হাত ও পা কোনও নারীর। এ ব্যাপারে চিকিৎসকের কাছে মতমত চাওয়া হয়েছে। শরীরের ওই অংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জনতার আলো/সোমবার, ২৮ মে ২০১৮/শাহানা
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.